চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচার সম্পর্কিত সিম্পোজিয়ামের সভাপতিত্ব করেছেন চীনের প্রেসিডেন্ট
“সংস্কারই উন্নয়নের চালিকাশক্তি। সংস্কারগুলিকে আরও গভীর করার জন্য, আমাদের অবশ্যই চীনা বৈশিষ্ট্যগুলির সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার উন্নতি ও বিকাশের সামগ্রিক লক্ষ্যকে সামনে রাখতে হবে এবং জাতীয় শাসন ব্যবস্থা ও শাসন ক্ষমতার আধুনিকায়নের অগ্রগতি ঘনিষ্ঠভাবে মেনে চলতে হবে। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন গভীরভাবে এগিয়ে নিতে হবে, লক্ষ্য-ভিত্তিক এবং সমস্যা-ভিত্তিক সমন্বয় মেনে চলতে হবে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের অগ্রগতিতে বাধা সৃষ্টিকারী মতাদর্শগত ধারণা এবং প্রাতিষ্ঠানিক ত্রুটিগুলি দৃঢ়ভাবে দূর করতে হবে। ক্রমাগত চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নে শক্তিশালী অনুপ্রেরণা যুক্ত হবে এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সমর্থন পাবে।
সি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে অবশ্যই ব্যবহারিক প্রয়োজন থেকে এগিয়ে যেতে হবে, সবচেয়ে জরুরি বিষয়গুলি দিয়ে শুরু করতে হবে, তাত্ত্বিক উদ্ভাবন গভীর করতে হবে এবং ব্যবহারিক সমস্যাগুলি সমাধান করার সময় প্রাতিষ্ঠানিক উদ্ভাবন প্রচার করতে হবে।
সি চিন পিং উল্লেখ করেন যে, জনগণের উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষাই আমাদের লক্ষ্য। সংস্কার ও উন্নয়নের উদ্দেশ্য হল জনগণকে উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়া।
তিনি আরও বলেন, আমরা যেভাবেই সংস্কার করি না কেন, আমাদের অবশ্যই সততা এবং উদ্ভাবন মেনে চলতে হবে, পার্টির সামগ্রিক নেতৃত্ব এবং মার্কসবাদ মেনে চলতে হবে, চীনা বৈশিষ্ট্যের সাথে সমাজতন্ত্রের পথে চলা এবং জনগণের গণতান্ত্রিক একনায়কত্ব মেনে চলার মৌলিক বিষয়গুলোকে আমাদের কখনই অমান্য করা যাবে না।
একই সময়, আমাদের অবশ্যই উদ্ভাবনের জন্য সাহস রাখতে হবে। পরিবর্তনের বিষয়ে সচেতন থাকতে হবে।
সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই ছি সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।