চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচার সম্পর্কিত সিম্পোজিয়ামের সভাপতিত্ব করেছেন চীনের প্রেসিডেন্ট

মে ২৪: সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শানতুং প্রদেশের চিনান শহরে প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞদের সঙ্গে একটি সিম্পোজিয়ামের আয়োজন করেন এবং একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। তিনি জোর দিয়ে বলেন যে, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় কংগ্রেস একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ে তোলার জন্য একটি বিশাল পরিকল্পনা তৈরি করেছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী দেশ এবং জাতীয় পুনরুজ্জীবনের মহান কাজ ব্যাপকভাবে প্রচারে কেন্দ্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। আধুনিকায়ন সংস্কারকে আরও ব্যাপকভাবে গভীরতর করার জন্য, আমাদের অবশ্যই চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচারের প্রতিপাদ্যকে ঘনিষ্ঠভাবে মেনে চলতে হবে, সংস্কারের মূল বিষয়গুলিকে তুলে ধরতে হবে, মূল দিকনির্দেশকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে এবং পদ্ধতির প্রতি মনোযোগ দিতে হবে, যাতে কেন্দ্রীয় কাজ এবং কৌশলগত লক্ষ্য অর্জন সম্পূর্ণ করা যায়।
বক্তৃতার সময় কোম্পানির প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা একের পর এক কথা বলেন, সি চিন পিং সবার সঙ্গে গভীরভাবে মতবিনিময় করেন এবং পরিবেশ ছিল উষ্ণ ও সক্রিয়।
সবার বক্তৃতা শোনার পর সি চিন পিং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, পার্টির কেন্দ্রীয় কমিটি যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করে, তখন তা গভীরভাবে গবেষণা করে এবং সব পক্ষের মতামত শোনে, এটাই আমাদের পার্টির ধারাবাহিক অনুশীলন ও ভাল ঐতিহ্য। সংস্কারকে আরও ব্যাপকভাবে গভীরতর করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলিকে অবশ্যই মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে এবং প্রত্যেকের মতামত এবং পরামর্শগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে। সাধারণ সম্পাদক সি উল্লেখ করেন,
