বাংলা

বুদাপেস্টে চীন-হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠান

CMGPublished: 2024-05-09 16:27:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শেন হাই সিয়োং বলেন, হাঙ্গেরি হলো ইউরোপে চীনের ঘনিষ্ঠ ও পুরোন বন্ধু। সাম্প্রতিক বছরগুলোয় দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দু’দেশের জনগণ, বিশেষ করে যুব-সমাজের মধ্যে সমঝোতা ও মৈত্রী গভীরতর হয়েছে।

তিনি আরও বলেন, সিএমজি দু’দেশের মৈত্রী জোরদারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ও হাঙ্গেরির গণমাধ্যমগুলোকে নানাভাবে সমর্থন করছে। সিএমজি’র ‘চীনের দিকে তাকান’ ও ‘ঐতিহ্যবাহী চায়নিজ মেডিসিন লাইভ ক্লাস’সহ বিভিন্ন টিভি অনুষ্ঠান এবং ‘চীনা ইমেজ ঋতু’-সহ বিভিন্ন কার্যক্রম দু’দেশের জনগণের মধ্যে বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখছে। অদূর ভবিষ্যতে চীন-হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর তথ্যচিত্র প্রচার করা হবে। সেটি দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে।

হাঙ্গেরি মিডিয়া সার্ভিস সাপোর্ট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের সভাপতি অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক বছরগুলোয় হাঙ্গেরির গণমাধ্যম সমর্থন ও সম্পদ ব্যবস্থাপনা তহবিল সিএমজি’র সঙ্গে সহযোগিতা জোরদার করেছে। দু’পক্ষের প্রচেষ্টায় হাঙ্গেরি’র নাগরিকরা দু’দেশের যৌথভাবে তৈরী উচ্চমানের তথ্যচিত্র দেখতে পারছেন। দু’দেশের গভীর সহযোগিতায়, দু’দেশের জনগণের মৈত্রীর সেতু আরও মজবুত হয়েছে। তিনি দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক শিক্ষাকে ত্বরান্বিত করার জন্য গণমাধ্যমকে আরও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

এবারের কার্যক্রম চলাকালে সিএমজি হাঙ্গেরিয়ান লিজট কনজারভেটরি অফ মিউজিকের সঙ্গে সহযোগিতা-চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় দু’পক্ষ, চলচ্চিত্র ও টেলিভিশন সঙ্গীত উত্পাদন, কর্মীদের বিনিময়, একাডেমিক বিনিময়, তথ্য ভাগাভাগি করা, এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে।

এদিন সিএমজি ও ইউরোপের বেশ কয়েকটি গণমাধ্যম যৌথভাবে ‘তাইচি যখন সিম্ফনির সাথে দেখা করে’ শীর্ষক কার্যক্রম চালু করে। এ কার্যক্রমের আওতায় সামাজিক গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ হবে, যাতে তারুণ্যের প্রাণশক্তি ও আবেগকে অনুপ্রাণিত করা যায় এবং চীন-ইউরোপ যুব পর্যায়ের সাংস্কৃতিক বিনিময় ও সংলাপ ত্বরান্বিত করা সম্ভব হয়।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn