বাংলা

বুদাপেস্টে চীন-হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠান

CMGPublished: 2024-05-09 16:27:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন-হাঙ্গেরি কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে গত ৮ মে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং হাঙ্গেরি মিডিয়া সার্ভিস সাপোর্ট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড যৌথভাবে, বুদাপেস্টে আয়োজন করে একটি বিশেষ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠানের।

হাঙ্গেরির প্রাক্তন প্রেসিডেন্ট সুইত পাল অনুষ্ঠানে বক্তৃতা দেন। আর, হাঙ্গেরির প্রাক্তন প্রধানমন্ত্রী মেগেসি পিটার ভিডিও-লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দেন। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োং, হাঙ্গেরি মিডিয়া সার্ভিস সাপোর্ট অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের সভাপতি, এবং হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ভাষণ দেন।

নিজের ভাষণে সুইত পাল বলেন, ৭৫ বছর আগে হাঙ্গেরি ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই, উভয় দেশ একে অপরকে বিশ্বাস ও সহায়তা করে আসছে। এই সময়পর্বে বিভিন্ন ক্ষেত্রে চীন যে বিরাট সফলতা অর্জন করেছে, তা অভিনন্দন পাবার যোগ্য। আর এই অনুষ্ঠানটি হাঙ্গেরি-চীন সহযোগিতার একটি উদাহরণ। সিএমজি দু’দেশের গভীর ও ব্যাপক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ভূমিকা রাখবে এবং দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতার সম্পর্ককে নতুন স্তরে পৌঁছাতে সমর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মেগেসি পিটার ভিডিও-লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণ দেন এবং আয়োজকদের অভিনন্দন জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্ব চিরকাল স্থায়ী হবে। সাম্প্রতিক বছরগুলোতে হাঙ্গেরি-চীন সম্পর্ক আরও উন্নত হয়েছে।

তিনি আরও বলেন, মিডিয়া হচ্ছে কালের রেকর্ডার। উভয় দেশের মিডিয়ার মধ্যে সহযোগিতা দু’দেশের জনগণকে আরও কাছাকাছি আনতে এবং দু’দেশের সম্পর্ককে নতুন স্তরে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ও রাখবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn