বাংলা

প্রেসিডেন্ট সি’র তিন দেশ সফর: চীন-ইউরোপ সম্পর্কের টেকসই, স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশকে উন্নীত করবে

CMGPublished: 2024-05-05 17:08:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের সাথে সংযোগকারী উচ্চ-গতির ট্রেনটি বেলগ্রেড-বুদাপেস্ট রেলওয়ের একটি অংশ। এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে চীন এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি মূল প্রকল্প।

প্রেসিডেন্ট সি’র এবারের সফরে দু’দেশের দ্বিপক্ষীয় সব দিক থেকে আরো জোরদার হবে বলে আশা করা যায়।

এদিকে, প্রেসিডেন্ট সি’র হাঙ্গেরি সফর চীনের রাষ্ট্রপ্রধান হিসেবে ইউরোপীয় দেশটিতে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর গত ৭৫ বছরে চীন ও হাঙ্গেরি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক সমর্থন এবং পারস্পরিক বিশ্বাস উপভোগ করেছে।

হাঙ্গেরি প্রথম ইউরোপীয় দেশ যে চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার দলিল স্বাক্ষর করেছে। ২০১৭ সালে, দুই দেশ একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেয়।

উভয় দেশের নেতাদের যত্ন ও কৌশলগত দিকনির্দেশনার মাধ্যমে, চীন-হাঙ্গেরি সংযোগ গভীরতর হচ্ছে, বাস্তবসম্মত সহযোগিতার বিকাশ ঘটছে।

চীনের প্রেসিডেন্টের সফর ইউরোপীয় দেশ তিনটির সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি চীনের প্রেসিডেন্টের চলমান ইউরোপ সফর চীন-ইউরোপ সম্পর্কের টেকসই, স্থিতিশীল ও সুষ্ঠু বিকাশকে উন্নীত করবে, একটি অশান্ত বিশ্বের জন্য আরও স্থিতিশীলতা এবং নিশ্চয়তা প্রদানে সহায়তা করবে এবং বৈশ্বিক উন্নয়নকে আরও উত্সাহিত করবে বলে আশা করা হচ্ছে।

মাহমুদ হাশিম

সিএমজি বাংলা, বেইজিং।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn