বাংলা

চীন-ফ্রান্স সাংস্কৃতিক যোগাযোগ ফোরাম প্রসঙ্গ

CMGPublished: 2024-05-01 17:01:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ১: চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ফ্রান্স সফর উপলক্ষ্যে, স্থানীয় সময় মঙ্গলবার চীনের গণ কূটনীতি সমিতি, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও ফ্রান্সে চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে চীন-ফ্রান্স উচ্চ-স্তরের সাংস্কৃতিক যোগাযোগ ফোরাম প্যারিসে শুরু হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও-ভাষণ দেন। ফরাসি জাতীয় পরিষদের সদস্য ব্রুনো ফক্স, ফ্রান্সে চীনা রাষ্ট্রদূত লু শা ইয়ে, প্যারিসের ফ্রান্স-চীন মৈত্রী সমিতির চেয়ারম্যান প্যাট্রিক ব্রুনট এবং চীনের গণ কূটনীতি সমিতির চেয়ারম্যান উ হাই লং ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

চীন ও ফ্রান্সের সরকারি কর্মকর্তারা, মৈত্রী সমিতির দায়িত্বশীল কর্মকর্তারা, গবেষণা সংস্থার প্রতিনিধিরা এবং গণমাধ্যমের কর্মীরা ফোরামে দু’দেশের সম্পর্ক উন্নয়ন, সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো, এবং গণমাধ্যমগুলোর মধ্যে সহযোগিতা ত্বরান্বিত করা নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করেন।

শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, দু’দেশের চমত্কার সভ্যতা রয়েছে; দু’দেশ যেন বিশ্বের দু’টি মুক্তা। দু’দেশের নেতাদের নেতৃত্বে দ্বিকক্ষীয় সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহতভাবে গভীর হচ্ছে। এটি বিশ্ব সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার একটি উদাহরণ এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সিএমজি চীনা ও ফরাসি সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষাকে সক্রিয়ভাবে প্রচার করে যাচ্ছে। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে সিএমজি একাধিক চমত্কার মাস্টারপিস তুলে ধরে ও বড় আকারের অনুষ্ঠান আয়োজন করে। সিএমজি ২ সহস্রাধিক সদস্যের একটি দল পাঠিয়ে আসন্ন অলিম্পিক গেমস বিশ্বব্যাপী সম্প্রচার করবে। সিএমজি ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের সাথে টিভি ও চলচ্চিত্রে কাজ করবে। নতুন যুগে সিএমজি ফ্রান্সের বিভিন্ন মহলের বন্ধুদের সাথে আরও সুন্দর ভবিষ্যত্ সৃষ্টি করতে ইচ্ছুক।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn