বাংলা

সম্পাদকীয়: ২০২৪ চোংকুয়ানছুন ফোরাম শুরু; আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময়ের সমাবেশস্থল হয়ে উঠেছে বেইজিং

CMGPublished: 2024-04-26 15:24:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্ববিখ্যাত বিজ্ঞান ও প্রযুক্তি প্রকাশনা সংস্থা স্প্রিংগার নেচার গ্রুপের চীন শাখার প্রেসিডেন্ট আন নুওজি চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, চোংকুয়ানছু সফলভাবে অনেক দেশের বিশেষজ্ঞদের একত্রিত করে এবং মানুষদের জন্য ধারণা বিনিময় ও প্রজ্ঞাগত যোগাযোগের একটি চমত্কার প্ল্যাটফর্ম প্রদান করে। এসব বিশেষজ্ঞ বিভিন্ন ক্ষেত্র থেকে এসেছেন। কেউ প্রযুক্তি খাত থেকে এসেছেন, কেউ সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক আবার আর কেউ সামাজিক বিজ্ঞানের অভিজ্ঞতাসম্পন্ন। এমন বিস্তৃত ক্ষেত্রের মানুষের অংশগ্রহণ ফোরামকে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি প্রদান করে। এ কারণে চোংকুয়ানছুন ফোরামের মূল্য অসামান্য।

স্প্রিংগার নেচার গ্রুপ-প্রকাশিত ‘নেচার ইনডেক্স—রিসার্চ সিটিস’ প্রতিবেদন অনুসারে, বেইজিং টানা ৭ বছর ধরে বিশ্বব্যাপী গবেষণা শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য পরিষেবা প্রদানকারী ক্লারিভেট অ্যানাসিটিক্স-প্রকাশিত বিশ্বের উদ্ধৃত বিজ্ঞানীদের তালিকা থেকে দেখা যায়, বেইজিংয়ে উদ্ধৃত বিজ্ঞানীদের সংখ্যা ৪১১জনে পৌঁছেছে। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে চোংকুয়ানছুন ফোরামের সমান্তরাল ফোরাম ‘বিজ্ঞানের দশক আন্তর্জাতিক ফোরামে’ বেইজিংয়ের ডেপুটি মেয়র মা জুন বলেন, বর্তমানে বেইজিং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনকেন্দ্র নির্মাণের জন্য চেষ্টা করছে এবং বিশ্বের উদ্ভাবন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে এ শহর। বেইজিং প্রযুক্তিগত উন্মুক্ত সহযোগিতা চালিয়ে যাবে, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা, শিল্প জোট, বিদেশি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি পরিষেবা ইত্যাদি সংস্থা ও প্রতিষ্ঠানকে আকৃষ্ট করবে এবং আন্তর্জাতিকভাবে উন্মুক্ত প্রতিযোগিতামূলক উদ্ভাবনের পরিবেশ তৈরি করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn