বাংলা

সম্পাদকীয়: ২০২৪ চোংকুয়ানছুন ফোরাম শুরু; আন্তর্জাতিক উদ্ভাবন ও প্রযুক্তি বিনিময়ের সমাবেশস্থল হয়ে উঠেছে বেইজিং

CMGPublished: 2024-04-26 15:24:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬: চলতি বছরের চোংকুয়ানছুন ফোরাম ২৫ থেকে ২৯ এপ্রিল চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হলো ‘উদ্ভাবন: আরও সুন্দর পৃথিবী গড়ে তোলা’। একশ’রও বেশি দেশ ও অঞ্চলের দেড় শতাধিক সরকারি বিভাগ ও আন্তর্জাতিক সংস্থা এতে অংশ নিচ্ছে। ফোরামে বিভিন্ন ক্ষেত্রের শতাধিক শীর্ষ বিশেষজ্ঞ এবং হাজার হাজার অতিথি প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক অগ্রগতি, জনগণের জীবিকা, টেকসই উন্নয়ন, উন্নয়ন সুযোগ অন্বেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন এবং আরও সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য শক্তি ও জ্ঞানে অবদান রাখবেন।

চোংকুয়ানছুন ফোরাম হলো চীনের বিশ্বমুখী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন বিনিময় ও সহযোগিতার জাতীয় প্ল্যাটফর্ম। এবারের ফোরামে রয়েছে পাঁচটি মূল অংশ - সম্মেলন, প্রযুক্তি বিনিময়, ফলাফল প্রকাশ, অত্যাধুনিক প্রতিযোগিতা এবং সহায়তামূলক কার্যক্রম। ফোরামে সর্বশেষ প্রযুক্তি, নতুন মানের উত্পাদন শক্তি, উন্মুক্ত পরিবেশ, প্রযুক্তি খাতের যোগ্য ব্যক্তি, প্রযুক্তি প্রশাসন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে ৬০টিরও বেশি সমান্তরাল ফোরাম আয়োজন করা হবে।

চায়না মোবাইল রিসার্চ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট হুয়াং ইয়ু হং বলেন, এই ফোরাম শুধু বিনিময়ের জন্য একটি বিস্তৃত প্ল্যাটফর্মই যোগায়নি, বরং অনেক সহযোগিতার সুযোগ তৈরি করেছে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের উন্নয়ন বেগবান করেছে। তিনি বলেন, খুব উন্মুক্ত এই ফোরাম অনেক আন্তর্জাতিক কোম্পানিকে আকৃষ্ট করেছে এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরাও এখানে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন এবং সহযোগিতা নিয়ে আলোচনা করতে পারেন। তিনি বিশ্বাস করেন, সবাই এখানে আলোচনা ও বিনিময়ের মাধ্যমে অনেক অনুপ্রেরণা পাবেন একং অনেক সহযোগিতার সুযোগ তৈরি করবেন।

এবারের ফোরামের জন্য ‘উদ্ভাবন: আরও সুন্দর পৃথিবী গড়ে তোলা’ এই প্রতিপাদ্য নির্ধারণের লক্ষ্য হলো অত্যাধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের শিল্প উন্নয়নের ধারাকে গভীরভাবে বিশ্লেষণ করা, বিশ্বব্যাপী উদ্ভাবনের নিয়ম ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বব্যাপী উদ্ভাবন ধারণা ও উন্নয়ন চেতনা বিনিময় করা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn