বাংলা

১২তম ইরাক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে চীনা সামরিক পণ্য

CMGPublished: 2024-04-22 16:03:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২২: ১২তম ইরাক আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী গত শনিবার বাগদাদের আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়েছে। এবারের প্রদর্শনীতে চীন, ফ্রান্স, পাকিস্তান, ইরানসহ ১৯টি দেশের ১১২টি সামরিক নিরাপত্তা ও বেসামরিক সরঞ্জাম কোম্পানি অংশ নিয়েছে। ৪ দিনের প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানিগুলো আসল অস্ত্র ও সরঞ্জাম এবং মডেল ও ভিডিওর মাধ্যমে এসব প্রদর্শন করে।

এবারের প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চীনের সবচেয়ে বেশি ১৩টি কোম্পানি রয়েছে। এ সব চীনা কোম্পানি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ইত্যাদি পণ্য প্রদর্শন করে, যা ঐতিহ্যবাহী ও উদীয়মান প্রতিরক্ষার সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করেছে।

চীনের প্রদর্শনী এলাকায় দেখা যায়, চীনের নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি ভিএন২২ চাকাযুক্ত সাঁজোয়া গাড়ি। এই চাকাযুক্ত সাঁজোয়া গাড়ি বিভিন্ন ধরনের অস্ত্রে প্ল্যাটফর্ম বহন করতে পারে, যা সেনাবাহিনীর ব্যাপক যুদ্ধ ও সন্ত্রাসবিরোধী বাহিনীর অভিযানের জন্য ব্যবহার করা যেতে পারে। এমন সাঁজোয়া গাড়ি প্রথমবারের মত বাদগাদদে প্রদর্শিত হচ্ছে।

চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ছেন সিয়াং ইয়ু জানান, এবারের প্রতিরক্ষা প্রদর্শনীতে তাদের ৩টি প্রতিপাদ্য আছে, তা হল: আকাশ পাহারা দেওয়া, শান্তি রক্ষা করা এবং উন্নয়নে সাহায্য করা। এবার তারা প্রদর্শন করেন সর্বশেষ সার্বিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র, স্মার্ট গোলাবারুদ, আর্মার, অ্যান্টি-আর্মার এবং মানববিহীন সরঞ্জাম ইত্যাদি, যা ব্যবহারকারীদের জন্য সার্বিক ও ওয়ান-স্টপ সুবিধা দিতে পারে। ইরাক যুদ্ধ করেছে এবং দেশটির অর্থনীতি ও প্রতিরক্ষা শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তা বিবেচনা করে তিনি জোর দিয়ে বলেন, চীনা কোম্পানি ওয়ান-স্টপ সলিউশনের ভিত্তিতে ইরাককে প্রতিরক্ষা শিল্প ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করতে পারে। আরো নিরাপদ ও সমৃদ্ধ ইরাক প্রতিষ্ঠায় সাহায্য এবং, আঞ্চলিক শান্তি স্থিতিশীলতার জন্য অবদান রাখতে ইচ্ছুক চীন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn