সিচাংয়ের (তিব্বত) সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন প্রাণসঞ্চার করেছে বিআরআই
ইয়াং বলেন, “ঐতিহ্যবাহী তিব্বতি কার্পেটের নিদর্শনগুলো শুভ মেঘ, পদ্মের নিদর্শন এবং জলের ঢেউয়ের মতো উপাদানগুলোর দ্বারা প্রভাবিত হয়।”
বর্তমানে, শেংইউয়ান কার্পেট গ্রুপ তিব্বতি কার্পেট উত্পাদনকারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং এর সর্বোচ্চ বাজার শেয়ার রয়েছে। যেহেতু ছিংহাইতে পর্যটন ক্রমবর্ধমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে এবং একের পর এক দেশি ও বিদেশী অর্ডার আসছে, কোম্পানিটি গত দুই বছর ধরে পূর্ণ ক্ষমতায় কাজ করছে।
শেংইউয়ান কার্পেট গ্রুপের চেয়ারপার্সন শুয়ে থিং বিশ্বাস করেন যে তিব্বতি কার্পেটের একটি বিশাল বাজার সম্ভাবনা রয়েছে কারণ বিআরআই সংশ্লিষ্ট অনেক দেশ এবং অঞ্চলে কার্পেট ব্যবহারের চল রয়েছে। শেংইউয়ান গ্রুপের পণ্য বর্তমানে সৌদি আরব, রাশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি এবং অন্যান্য দেশে রপ্তানি করা হয়।
মাহমুদ হাশিম
সিএমজি বাংলা, বেইজিং।