বাংলা

চীনা অর্থনীতির উন্নয়নের আস্থা: আট বিভাগের কর্মকর্তাদের বিশ্লেষণ

CMGPublished: 2024-03-26 14:13:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আস্থা, ক্রমশ বাড়ানো বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনের সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উ চাওহুই বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত মৌলিক তত্ত্ব গবেষণাকাজকে এগিয়ে নিতে প্রচেষ্টা চালিয়েছে চীন, এর মধ্যে রয়েছে এই খাতের সাধারণ প্রযুক্তি উন্নয়ন, প্রয়োগ বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন , কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও সেবা উন্নয়ন এবং দ্রুতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রূপান্তর ও ব্যবহারকে এগিয়ে নেওয়া প্রভৃতি।

আস্থা অব্যাহতভাবে বাড়ানোর সবুজ উন্নয়ন চালিকাশক্তির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের পরিবেশ বিষয়ক উপমন্ত্রী চাও ইংমিন বলেন, চীনের নবায়নযোগ্য জ্বালানিচালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ বিশ্বে ৬০ শতাংশের বেশি এবং তা পরপর ৯ বছর বিশ্বে প্রথম স্থানে রয়েছে। গেল বছর বায়ু ও বিদ্যুত্ যন্ত্রের খুচরা যন্ত্রাংশ সংক্রান্ত উত্পাদনের পরিমাণ বৈশ্বিক বাজারে ৭০ শতাংশ, সবুজ ও নিম্ন কার্বন ক্ষেত্রের প্রাণবন্ত উন্নয়ন চীনা অর্থনীতির উন্নয়নের নতুন ইঞ্জিনে পরিণত হচ্ছে।

আস্থা, সংস্কার ও উন্মুক্তকরণে অবিচল থাকার দৃঢ়প্রতিজ্ঞা ও সাহসের সঙ্গে জড়িত, এই কথা উল্লেখ করে জাতীয় ওষুধ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা ব্যুরোর উপ-মহাপরিচালক হুয়াং কুও বলেন, চীন বিশ্বে সর্বোচ্চ এবং সবচেয়ে সক্রিয় ওষুধ বাজার এবং ওষুধ উত্পাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় রাষ্ট্র, নিজের সবচেয়ে স্থিতিশীল মোট পরিমাণ এবং প্রত্যাশিত প্রবৃদ্ধির পরিমাণ রয়েছে। চীনের উন্নয়নে উন্মুক্ত বিশ্ব থাকা প্রয়োজন, বিশ্বের উন্নয়নকে চীন থেকে আলাদা করা যাবে না।

আস্থা, সীমাহীন সম্ভাবনা থাকা বাজারের সুযোগের সঙ্গে জড়িত, এ কথা উল্লেখ করে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মহাপরিচালক চেং শানচিয়ে বলেন, চীনে নতুন মানের উত্পাদন শক্তির লালন ও উন্নয়ন করা এবং উচ্চ গুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার মাধ্যমে দেশি-বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের কাছে সীমাহীন সম্ভাবনা থাকা এমন বাজারের সুযোগ এবং বিশাল উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হবে।

চীনের অর্থমন্ত্রী লান ফু আনের বক্তব্যের প্রতিধ্বনি করে বলা যায়, চীনা অর্থনীতির কঠোরতা প্রবল, সুপ্তশক্তি বিশাল, এবং দীর্ঘমেয়াদে ভাল হওয়ার প্রবণতা অব্যাহতভাবে জোরদার হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn