বাংলা

চীনা অর্থনীতির উন্নয়নের আস্থা: আট বিভাগের কর্মকর্তাদের বিশ্লেষণ

CMGPublished: 2024-03-26 14:13:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৬: ‘চীনের উন্নয়নে উচ্চ পর্যায়ের ফোরাম-২০২৮’ -এর দু’দিনব্যাপী বার্ষিক সম্মেলন গত রোববার ও সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘অবিরাম উন্নয়নে চীন’।

দু’দিনের সম্মেলনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, অর্থ মন্ত্রণালয়, প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয়, শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় ওষুধ তত্ত্বাবধান ব্যুরো, জাতীয় পরিসংখ্যান ব্যুরো, এ আটটি বিভাগের কর্মকর্তারা ‘তিয়াও ইয়ু থাই’ জাতীয় অতিথি ভবনে যৌথভাবে চীনা অর্থনীতির উন্নয়নে ‘আস্থা’র বিষয়টি তুলে ধরেছেন।

আস্থা, ব্যাপক মাত্রার বাজারের সুপ্তশক্তির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে উপ-অর্থমন্ত্রী কুও থিংথিং বলেন, চীনে ১৪০ কোটি মানুষ রয়েছে, যা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পণ্যভোগ বাজার, বার্ষিক মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয়ের পরিমাণ ৪০ হাজার ইউয়ান, ইতোমধ্যেই বিশ্বে ব্যাপকতার দিক থেকে বৃহৎ মধ্যআয়ের গ্রুপ সৃষ্টি হয়েছে। বিগত ১০ বছরে চীনা অধিবাসীদের মাথাপিছু সেবাগত ভোগের অনুপাত ৩৯.৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫.২ শতাংশে, সেবাগত ভোগের ক্ষেত্র আরও বেশি বাড়ার সম্ভবানাও রয়েছে।

আস্থা, ক্রমাগত অপ্টিমাইজেশন এবং আপগ্রেড শিল্প সরবরাহ চেইনের সঙ্গে জড়িত, এ কথা উল্লেখ করে চীনের শিল্প ও তথ্যায়ন মন্ত্রী চিন চুয়াংলুং বলেন, কয়েক দশকের উন্নয়নের ফলে চীনে মৌলিকভাবে সম্পূর্ণ ব্যবস্থা, অনেক বৈচিত্র্য এবং বড় পরিসরের একটি শিল্প ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে শিল্প খাতের ৪১টি বড় শ্রেণী, ২০৭টি মাঝারি বিভাগ এবং ৬৬৬টি উপশ্রেণী রয়েছে, যা জাতিসংঘের শিল্প শ্রেণীবিভাগের সকল রকমের শিল্পকে ছাড়িয়ে গেছে, ইতোমধ্যেই বৈশ্বিক শিল্প সরবরাহ চেইনে এক গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।

আস্থা, বিকাশমান ডিজিটাল অর্থনীতির সঙ্গে জড়িত এই কথা উল্লেখ করে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লিউ লিয়ে হুং বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ, চীনে নির্মিত ফাইভ-জি বেস কেন্দ্রের সংখ্যা ৩৩ লাখ ৭৭ হাজার, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৪৬.১ শতাংশ বেশি। কম্পিউটিং পাওয়ার অবকাঠামো নির্মাণের বহুমুখী মান স্থিতিশীলভাবে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn