বাংলা

গ্রাম পুনরুজ্জীবনের পথে চলে নতুন কৃষক

CMGPublished: 2024-03-12 13:40:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বর্তমানে বিশাল চীন দেশে গ্রাম পুনরুজ্জীবনের প্রক্রিয়ায় হাজির হয় ধারাবাহিক নতুন কৃষক। তারা গ্রামে এসে নতুন প্রযুক্তি ও শিল্পের মাধ্যমে কৃষকদেরকে নিয়ে ধনী ও সমৃদ্ধ জীবনযাপন করেন।

ওয়াং ছিয়াং চুং আগে শিক্ষাদানের সরঞ্জাম, কৃত্রিম টার্ফসহ নানা ব্যবসা করতেন। ছোট একটি ব্যক্তিগত কোম্পানিকে তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত করেন। তবে কৃষক পরিবারের ছেলে হিসেবে তিনি অবশেষে গ্রামে ফিরে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, নতুন কৃষক এ পরিচয়ের ওপর তিনি বেশ গুরুত্ব দেন। ঐতিহ্যবাহী কৃষকের তুলনায় নতুন কৃষক উদ্ভাবন , উন্মুক্তকরণ ও ভাগাভাগির ওপর বেশ গুরুত্ব দেয়। নতুন প্রযুক্তি ও নতুন পদ্ধতি তারা সহজে গ্রহণ করতে পারেন এবং কৃষি উত্পাদনের আধুনিকায়ন এগিয়ে নিয়ে যান। পাশাপাশি বাজারের সঙ্গে যুক্ত করে উত্পাদন কাঠামো উন্নয়ন করেন এবং কৃষি পণ্যের সংযোজিত মূল্য এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়িয়ে তোলেন।

বর্তমানে চীনে কৃষি উত্পাদন পরিমাণ বৃদ্ধিতে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান হতে পারে ৬৩ শতাংশের বেশি এবং গ্রাম পুনরুজ্জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব দিন দিন বাড়ছে।

ওয়াং ছিয়াং চুংয়ের কোম্পানি মূলত চালের পণ্য তৈরি করে। ধানের বীজের গবেষণা থেকে উত্পাদন লাইনের নকশা পর্যন্ত সব বিষয় নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণালয়ের সঙ্গে সহযোগিতা করে তার কোম্পানি। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্রাইড রাইস উত্পাদন লাইন করতে তারা ২০টির বেশি পেটেন্ট অর্জন করেন । বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে তাদের চাল-পণ্য বাজারে উন্নত স্থানে থাকে এবং কৃষকও এ শিল্প থেকে উপকৃত হয়।

সমাজতন্ত্রিক আধুনিক দেশের সার্বিক নির্মাণ করতে চাইলে সবচেয়ে কঠিন ও কঠোর কর্তব্য গ্রামে রয়েছে। গবেষণা করে ওয়াং ছিয়াং চুং জানতে পেরেছেন গ্রামীণ শিল্প উন্নয়নে অর্থ ও দক্ষ ব্যক্তির অভাব রয়েছে এবং ব্র্যান্ড বিল্ডিং পিছিয়ে আছে। তাই জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হিসেবে ওয়াং ছিয়াং চুং গ্রামে মৌলিক শিক্ষা উন্নয়ন, গ্রামের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নসহ বেশ কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন।

ওয়াং ছিয়াং চুং বলেন, নতুন কৃষক শুধু একটি পরিচয় তা নয় বরং গুরু-দায়িত্ব। নিজের সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে আশেপাশের কৃষকদেরকে নিয়ে অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করে, বৈশিষ্টসম্পন্ন শিল্প উন্নয়নের মাধ্যমে কৃষকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং সফলতা ভাগাভাগি করার মাধ্যমে একজন নতুন কৃষকের মূল্য প্রতিফলিত হতে পারে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn