বাংলা

গ্রাম পুনরুজ্জীবনের পথে চলে নতুন কৃষক

CMGPublished: 2024-03-12 13:40:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দেশের পুনরুজ্জীবন গ্রামের পুনরুজ্জীবনের ওপর নির্ভর করে। ২০২৪ সালে দুই অধিবেশন বিষয়ক একটি জরিপের ফলাফলে দেখা যায়, গ্রাম পুনরুজ্জীবন হচ্ছে দুই অধিবেশনের সম্পর্কে নেটিজেনদের মধ্যে তৃতীয় সবচেয়ে জনপ্রিয় শব্দ। এ বিষয়ের ওপরও গুরুত্ব দেন চতুর্দশ জাতীয় গণকংগ্রেসের চিয়াং সু প্রতিনিধি দলের সদস্য ওয়াং ছিয়াং চুং। উনি কৃষক থেকে উদ্যোক্তা হয়েছেন, তবে তিনি নিজেকে নতুন কৃষক হিসেবে মনে করেন এবং কৃষকদেরকে নিয়ে সমৃদ্ধ জীবনযাপন করা তার স্বপ্ন।

৫ মার্চ বিকেলে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং, চিয়াং সু প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নেন। তিনি তাদেরকে বলেন, অভিন্ন সমৃদ্ধির গ্রাম পুরুজ্জীবন পথে আপনারা অগ্রদূত। আপনারা পথে চলার অভিজ্ঞতা সবার আগে অর্জন করেছেন। অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নিয়ে সবাইকে চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের পথে যেতে হবে।

টানা দু বছরে সি চিন পিং চিয়াং সু প্রতিনিধি দলের গ্রাম পুনরুজ্জীবন ও কৃষি আধুনিকায়নের কথা উল্লেখ করেন তা শুনে ওয়াং ছিয়াং চুং গভীরভাবে উত্সাহিত হন। গ্রাম, কৃষক ও কৃষির ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপের বিষয়টিতে তিনি অনুভব করেন এবং বুঝতে পারেন এ ক্ষেত্রে সাধারণ সম্পাদক কতটা সংকল্পবদ্ধ। সি চিন পিং বলেন গ্রাম পুরুজ্জীবন করতে এক দিকে বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন করতে হয়, অন্যদিকে কৃষকদেরকে নিয়ে একসাথে কাজ করলে আসল গ্রাম পুনরুজ্জীবন বাস্তবায়ন হতে পারে।

চিয়াং সু প্রদেশের হুয়াই আন শহরের সি হ্য জেলায় আসলে দেখতে পাওয়া যায় ক্রমাগত গ্রিনহাউসে শসা, মটরশুটি এবং টমেটোসহ নানা শাকসবজি ভালভাবে চাষ হচ্ছে। কয়েক বছরে ওয়াং ছিয়াং চুং সি হ্য জেলার কৃষকদেরকে নিয়ে একটি ক্যাটারিং শিল্প সরবরাহ চেইন প্ল্যাটফর্ম তৈরি করেন সেখানে কাচামাল উৎপাদন, প্রাথমিক প্রক্রিয়াকরণ, গভীর প্রক্রিয়াকরণ, পেশাদার খাবার সেবাসহ নানা বিষয় থাকে। বীজ থেকে টেবিলে খাবার পর্যন্ত সম্পূর্ণ একটি শিল্প চেন তৈরি করেন ওয়াং ছিয়াং চুং ও সি হ্য জেলার কৃষকরা এবং হাজার হাজার কৃষক এর থেকে উপকৃত হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn