বাংলা

ইউং লিয়ান গ্রামের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ সম্পাদক সি চিন পিং

CMGPublished: 2024-03-11 14:15:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কিন্তু ১৯৯৭ সালে এশিয়ায় আর্থিক সংকটের কারণে ঢালাই - কারখানা কঠিন অবস্থায় পড়ে। স্টিলের বিলেট, ইস্পাতের চেয়ে বেশি দামী বলে যত বেশি উত্পাদন হয় তত বেশি ক্ষতি হয়। উ তুং চাই ইস্পাত তৈরির প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেন। ৩৪১ দিনের মধ্যে ইউং লিয়ান গ্রাম ইস্পাত তৈরি করতে সফল হয়। ওই বছর কোম্পানির সম্পদ ১৬০ কোটি ইউয়ান থেকে বেড়ে দাঁড়িয়েছিল ৪০০ কোটি ইউয়ানে।

২০০২ সালে ইউং লিয়ান ইস্পাত কোম্পানি তৃতীয় বারের মতো শেয়ারহোল্ডিং সংস্কার করা হয় এবং এবার উ তুং চাই আবার বিশেষ একটি সিদ্ধান্ত নেন। তিনি গ্রামকে ২৫ শতাংশ শেয়ার দেন।

পরে ঠিক এ শেয়ারের কারণে ইউং লিয়ান গ্রাম বিশেষ একটি উন্নয়ন পথে চলে, তা হল গ্রাম ও কোম্পানির সমন্বিত উন্নয়ন।

২০০৫ সালের সেপ্টেম্বর মাসে, অবসরপ্রাপ্ত একজন সৈনিক উ হুই ফাং বড় শহরের ভাল জীবন ছেড়ে ইউং লিয়ান গ্রামে ফিরে আসেন এবং তিনিও গ্রামের নতুন নেতা হন।

তদন্ত ও গবেষণার করার পর উ হুই ফাং ইউং লিয়ান গ্রামের জন্য আধুনিকায়ণের নতুন রূপরেখা তৈরি করেন। তার উদ্যোগে ৭ বছরে, ৪০০ কোটি ইউয়ান বিনিয়োগের আধুনিক গ্রাম নির্মাণ প্রকল্প চালু হয়।

সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে ইউং লিয়ান গ্রাম দ্রুত উন্নয়নের পথে চলছে। ২০২৩ সালে গ্রামে শিল্প ও কৃষি আয় হয়েছে ১৬১ বিলিয়ান ১০০ মিলিয়ন ইউয়ান। গ্রামের ব্যবসার আয় ৩৩.৫ কোটি ইউয়ান এবং গ্রাম বাসিন্দার মাথাপিছু নিট আয় ৭৩ হাজার ইউয়ান।

মানুষের ওপর নির্ভর করে ইউং লিয়ান গ্রাম শিল্পের নেতৃত্বে শহরায়ন এগিয়ে নেওয়া এবং গ্রামের আধুনিকায়ন বাস্তবায়নের নতুন পথ খুঁজে পায়। তা গ্রাম পুরুজ্জীবনের ভাল দৃষ্টান্ত স্থাপন করে।

এখন ৪০০ হেক্টর নতুন শিল্প জোন, ইউং কাং কোম্পানি, ৬৬.৭ হেক্টর আবাসিক এলাকা ইউং লিয়ান ডাউন, ৫৩৩ হেক্টর আধুনিক কৃষি জোন নিয়ে গঠিত হয়েছে ইউং লিয়ান গ্রাম। চীনে আধুনিক গ্রামের সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠেছে গ্রামটি।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn