বাংলা

‘জাতীয় ভোগ প্রমোশন মাস ও বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ভোগ মৌসুম ২০২৪’ শুরু

CMGPublished: 2024-02-23 14:27:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এর মাধ্যমে ভোগের অভিজ্ঞতা উন্নত হবে, ভোগের সম্ভাবনা উদ্দীপিত হবে এবং ভালো ভোগের পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

২০২৪ সালে বেইজিং মহানগর ধারাবাহিকভাবে ভোগকে এগিয়ে নিতে পদক্ষেপ নেবে, গ্লোবাল প্রিমিয়ার ফেস্টিভ্যাল, বেইজিং আন্তর্জাতিক সংস্কৃতি ও পর্যটন ভোগ এক্সপো, ক্রীড়া উৎসব, ভোক্তা কুপন বিতরণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে কোম্পানিগুলোর সক্ষমতা প্রচার করবে এবং ‘সারা বছর ধরে ভোগের প্রবণতা’ সৃষ্টি করবে।

থিয়ান চিন শহর ২০২৪ সালে থিয়ানচিন ফ্যাশন উইক, চীনের পুরনো ব্র্যান্ডগুলোর পণ্য মেলা ইত্যাদি প্রতিপাদ্যে কার্যক্রম আয়োজন করবে, পরিষেবা ও ভোগের মান উন্নত করবে এবং এর পরিধি সম্প্রসারণ করবে। হ্যপেই প্রদেশ স্মার্ট হোম প্রমোশন, গাড়ি প্রদর্শনী, রাতের মেলা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ভোগের নতুন সম্ভাবনা আবিষ্কার করবে।

‘জাতীয় ভোগ প্রমোশন মাস ২০২৪’ হল বসন্ত উৎসবের পর চালু হওয়া প্রথম দেশব্যাপী ভোগ কার্যকলাপ। বিভিন্ন জায়গায় ‘চীনা বৈশিষ্ট্যময় জনপ্রিয় পণ্য’-এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে লণ্ঠন উৎসবের বিশেষ খাবার, সবুজ ভোগ বা পরিবেশবান্ধব ভোগ, স্মার্ট হোম, বসন্তকালের ভ্রমণ ইত্যাদি ক্ষেত্রে নানা রকমের ভোগ প্রমোশন কার্যক্রম আয়োজন করবে।

সিএমজি নিজস্ব অর্থায়নে গেল পাঁচ বছর ধরে বাণিজ্য মন্ত্রণলায় ও সংশ্লিষ্ট প্রদেশের সরকারের সঙ্গে এই ভোগ প্রমোশন কার্যকলাপ আয়োজন করছে। চলতি বছর সিএমজি অব্যাহতভাবে মাল্টি-চ্যানেল প্রচারের সুবিধা ব্যবহার করে ভোগের সম্ভাবনা উদ্দীপিত করবে, ভোক্তাদের আস্থা বৃদ্ধি করবে, চীনা ভোগ বাজারের উন্নয়নে নিজের অবদান রাখবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn