বাংলা

‘জাতীয় ভোগ প্রমোশন মাস ও বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ভোগ মৌসুম ২০২৪’ শুরু

CMGPublished: 2024-02-23 14:27:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা বাণিজ্য মন্ত্রণালয়, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), বেইজিং পৌর সরকার, থিয়ানচিন পৌর সরকার, হ্যপেই প্রাদেশিক সরকারের যৌথভাবে আয়োজিত ‘জাতীয় ভোগ প্রমোশন মাস ও বেইজিং-থিয়ানচিন-হ্যপেই ভোগ মৌসুম ২০২৪’ গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে শুরু হয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, বেইজিং পৌর কমিটির সেক্রেটারি ইন লি, বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও, সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-পরিচালক ও সিএমজি’র মহাপরিচালক শেন হাইসিং, বেইজিং পৌর কমিটির ডেপুটি সেক্রেটারি ও মেয়র ইন ইয়ং, বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউপিং, থিয়ানচিন শহরের ভাইস মেয়র লি ওয়েনহাই এবং হ্যপেই প্রদেশের ভাইস গভর্নর চিন হুই একসঙ্গে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানটি বেইজিংয়ের জনপ্রিয় বাণিজ্যিক এলাকা ‘সোলানায়’ আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত উৎসব উপলক্ষ্যে সোলানায় একটি মেলার আয়োজনও করা হয়। মেলায় বেইজিং, থিয়ানচিন ও হ্যপেই প্রদেশের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় মুখরোচক খাবার, ঐতিহ্যবাহী কারুশিল্পজাত সামগ্রী ও নতুন ব্র্যান্ডসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয়। এতে কিছু বৈশিষ্ট্যময় পণ্য ও প্রযুক্তি অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে, সিএমজি’র বসন্ত উৎসব গালার সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য, বেইজিংয়ের সংস্কৃতি ও পর্যটনের জন্য সিএমজি’র বিশেষভাবে তৈরি পর্যটন পণ্য এবং ফোরকে ও এইট কে 4K/8K আল্ট্রা এইচডির স্ক্রিন ইত্যাদি।

এই ভোগ মৌসুমের লক্ষ্য হলো, বেইজিং ও থিয়ানচিন আন্তর্জাতিক ভোগ কেন্দ্র শহর প্রতিষ্ঠা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা এবং বেইজিং-থিয়ানচিন-হ্যপেইর সমন্বিত উন্নয়ন বেগবান করার জন্য বেইজিং, থিয়ানচিন ও হ্যপেই যৌথভাবে ভোগ মৌসুম চালু করে বৈশিষ্ট্যময় কেনাকাটা, পর্যটন ও বিনোদন, সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া ইভেন্ট ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ভোক্তাদের জন্য সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ভোগ্যপণ্য সরবরাহ করা।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn