বাংলা

ছুটির দিনগুলোতে সবুজ ও কম কার্বন নির্গমন নতুন শৈলী

CMGPublished: 2024-02-16 18:03:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১৬: চলতি বছরের বসন্ত উত্সবে সাধারণ মানুষের জীবন-যাত্রা ও ভোগ-সেবায় অধিকতর সবুজ উপাদান দেখা দিয়েছে। সবুজ ও নিম্ন কার্বন নির্গমন ছুটির দিনগুলোতে নতুন শৈলীতে পরিণত হয়েছে।

হ্যনান প্রদেশের লান খাও চীনের প্রথম গ্রামীণ জ্বালানি সংস্কারের পরীক্ষামূলক উপজেলা। সাম্প্রতিক বছরগুলোতে এ গ্রাম জ্বালানি সংস্কারের পরীক্ষামূলক ক্ষেত্র গঠন করছে। বিদ্যুত্ জ্বালানি প্রচারের মাধ্যমে কার্বনমুক্ত গ্রাম গড়ে তোলার চেষ্টা হচ্ছে, যা গ্রামবাসীদের জীবন-যাত্রায় নতুন রূপ সৃষ্টি করেছে।

চলতি বছরে সান ই জাই উপজেলার ফু লৌ গ্রামে অধিবাসীরা কার্বনমুক্ত সংস্কারের পর প্রথম বসন্ত উত্সবকে স্বাগত জানিয়েছেন। বসন্ত উত্সবের সময় ফু লৌ গ্রাম নিজের গালা অনুষ্ঠানের আয়োজন করে। গ্রামবাসীরা ফটোভোলটাইক প্রকল্প নিয়ে অনুষ্ঠান প্রযোজনা করে। এর মাধ্যমে নিজের জীবনের নতুন অভিজ্ঞতা বর্ণনা করা হয়। যখন আমাদের সাংবাদিক গ্রামবাসী লি সিয়ান চু’র বাড়িতে যান, তখন তিনি ডিনার করছিলেন।

আমাদের সাংবাদিক দেখতে পান যে, বিদ্যুতচালিত গাড়ির জন্য অনেক চার্জিং পাইল রয়েছে। এর চার্জিং পাইল থেকে শুধু গাড়ি চার্জ করাই নয়, বরং গ্রামে বিদ্যুতের প্রয়োজনে বিদ্যুত্ সরবরাহ করা যায়।

তা ছাড়া গ্রামে একটি ফটোভোলটাইক করিডোর তৈরি হয়েছে। নিকাশি চিকিত্সা ট্যাংকে পানি অনেক পরিস্কার, যা কল্পনার বাইরে। ফটোভোলটাইকের বিদ্যুতের মাধ্যমে সেসব বর্জ্য পানির মানদণ্ড অনুযায়ী মোকাবিলা করা হয়। করিডোরে সুন্দর বাতিগুলোর জন্যও যে বিদ্যুত্ সরবরাহ করেছে, তাও ফটোভোলটাইক থেকে তৈরি করা।

গ্রামের প্রশাসন কমিটির নতুন জ্বালানিবিষয়ক ওয়েবসাইটে গ্রামের নতুন জ্বালানি ব্যবস্থা সম্পর্কে পরিস্কারভাবে জানা যায়। পুরো গ্রামে ফটোভোলটাইকের মধ্য দিয়ে ১ হাজার কিলোওয়াট বিদ্যুত উত্পাদন করা হয়, যার ফলে কার্বন নির্গমনের পরিমাণ ১ হাজার টন কমেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn