বাংলা

চীনজুড়ে বসন্ত উত্সবের নানান বর্ণাঢ্য উদযাপন

CMGPublished: 2024-02-15 16:39:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১৫: বিভিন্ন ভোগ্যপণ্য সরবরাহ সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চীনাদের বসন্ত উত্সব উদযাপনের পদ্ধতিও অনেক পরিবর্তন হয়েছে। চলতি বসন্ত উত্সবটি চীনারা বর্ণাঢ্যভাবে উদযাপন করছেন। যা অনেকের মনে গভীর ছাপ ফেলেছে।

অনেক মানুষ ডাম্পিং তৈরি করা, ‘ফু’ অক্ষর লেখা ও গান গাওয়াসহ নানা পদ্ধতিতে এ উত্সব কাটাচ্ছেন। চীনের খুন মিং থেকে লি চিয়াং যাওয়ার দুতলা ট্রেনে ভ্রমণ করার মাধ্যমে লি ইয়ু লুন পরিবার উত্সব কাটানোর পদ্ধতি বেছে নিয়েছেন। ৭০০জন তাদের মতো উত্সব উদযাপন করছেন, যা লি ইয়ু লুন’র কল্পনার বাইরে।

লি ইয়ু লুন বলেন, ট্রেন যেভাবে সেজেছে, তা উত্সবমুখর। অসাধারণ একটি উত্সব কাটাচ্ছি আমরা।

ধীর গতির ট্রেনে বৈশিষ্ট্যময় উত্সবের স্বাদ নিতে পেরে খুব আনন্দিত তার মেয়ে। এভাবে উত্সব কাটানো যায়, অতীতে তা কোনোভাবেই ভাবা যেত না বলে মন্তব্য করেন লি ইয়ু লুন। তিনি বলেন, ৭ ঘণ্টা ধরে অব্যাহতভাবে চীন-লাওস ট্রেনে যাতায়াতের পর লুয়াং প্রাবাং রাজ্যে পৌছানো যায়।

যখন আমাদের সাংবাদিক তাঁর সাক্ষাত্কার নিচ্ছিলেন, তখন ট্রেনের কনডাক্টর এক নম্বর বগিতে গালা অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানাতে আসেন। বসন্ত উত্সবের সময় সব বগিতে মানুষ ভরা। গভীর উত্সবমুখর পরিবেশ অনুভব করেছেন সব যাত্রী।

চীনের জাতীয় রেল কোম্পানির খুন মিন ব্যুরোর খুন মিং অংশের কনডাক্টর ছেন চিং জানিয়েছেন, আগে বসন্ত উত্সবের সময় ট্রেনে যাত্রীর চেয়ে কর্মীর সংখ্যা বেশি থাকতো। এখন এটা পরিবর্তন হয়েছে এবং উত্সবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ট্রেনে উত্সবের আওয়াজ গ্রামের বাড়ির চেয়ে ভালো।

এই ধীর গতির ট্রেনে গালা অনুষ্ঠানে চারদিকে আসা পর্যটকরা সমবেত হয়ে আনন্দের সঙ্গে উদযাপন করেন।

বসন্ত উত্সব চলাকালে দশটিরও বেশি বৈশিষ্ট্যময় ট্রেনযোগে চীনারা বিশাল চীনে ঘুরে বেড়াচ্ছে এবং অসাধারণ বসন্ত উত্সবের কাটানোর অভিজ্ঞতা নিয়েছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn