সংবাদ পর্যালোচনা: চীনের বসন্ত উৎসবে অনুষ্ঠিত হলো ‘বসন্ত উৎসব গালা’
নতুন বছরটি চীনা চান্দ্রপঞ্জিকার ড্রাগন বছর, এবং ড্রাগন হল চীনা জাতির টোটেম। অনুমান করা হয় যে, বিশ্বের জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বসন্ত উত্সবটি কোনো না কোনো আকারে উদযাপন করে। গত কয়েক দিনে, সিএমজির আয়োজিত "বসন্ত উৎসব গালা ওভারচার" অনুষ্ঠান কেনিয়া, সুইজারল্যান্ড, লাওস, ব্রাজিল, জর্ডান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে, ফিজিসহ বিভিন্ন দেশে প্রায় ৪০ বার অনুষ্ঠিত হয়েছে।
এর আগে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং সিজিটিএন, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশি দর্শক-শ্রোতাদের নববর্ষের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বর্তমান বিশ্ব অতোটা শান্তিপূর্ণ নয়। তাই, শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং অভিন্ন কল্যাণ খুবই প্রয়োজন! আমরা আনন্দের সঙ্গে দেখতে পাচ্ছি যে, আন্তর্জাতিক সমাজের বন্ধুদের অনেকেই চীনের প্রস্তাব ও উদ্যোগ সম্পর্কে ভালো ধারণা পাওয়ার চেষ্টা করছেন এবং পাচ্ছেনও।
অন্যদিকে, চীনের থিয়ানকং মহাকাশ স্টেশন থেকে বিশ্বজুড়ে চীনা জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন শেনচৌ-১৭ মিশনের নভোচারীরা। চীনা চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য মিশনের নভোচারীরা বসন্ত উৎসবের বার্তা দিয়েছেন, ডাম্পলিংয়ের স্বাদ নিয়েছেন এবং উপর থেকে তাকিয়ে দেখেছেন নিজের মাতৃভূমিকে।
থিয়ানকং থেকে পাঠানো ভিডিওবার্তায় চীনা নভোচারী থাং হংবো বলেছেন, ‘ড্রাগনবর্ষ ও বসন্ত ঘনিয়ে আসার সাথে সাথে পরিবারগুলো পুনরায় মিলিত হয়। এই মুহূর্তে মাতৃভূমি সত্যিই সুন্দর। এই আনন্দ এবং শান্তিই আমাদের দৃষ্টিতে এনে দেয় সবচেয়ে দামি সুখ এবং উষ্ণতা, যা আমরা সবচেয়ে বেশি মিস করি। যদিও আমরা আমাদের মাতৃভূমি ও পরিবারের কাছ থেকে অনেক দূরে আছি, তবু আমরা আপনাদের পাঠানো বসন্ত উৎসবের শুভেচ্ছা পেয়েছি। মহাকাশে আমরা একটি পরিপূর্ণ ও সুখি চীনা নববর্ষ উদযাপন করবো।’
বিশ্বের বৃহত্তম মিডিয়া গ্রুপ হিসেবে চায়না মিডিয়া গ্রুপের বয়স মাত্র ৫ বছর হয়েছে। গত বছর বিভিন্ন দেশে ১৯১টি মিডিয়া সেন্টার এবং ৬৭টি দেশ ও অঞ্চলে সম্প্রচার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে সিএমজি। সিজিটিএন-এর বিশ্বজুড়ে গ্রাহকের সংখ্যা ৭০ কোটি ছাড়িয়েছে। আন্তর্জাতিক প্রথম সারির গণমাধ্যমে পরিণত হচ্ছে সিএমজি।