বাংলা

সংবাদ পর্যালোচনা: চীনের বসন্ত উৎসবে অনুষ্ঠিত হলো ‘বসন্ত উৎসব গালা’

CMGPublished: 2024-02-10 15:15:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৪ সাল চীনের চান্দ্রপঞ্জিকা অনুসারে ড্রাগন বর্ষ। ড্রাগন চীনা সভ্যতায় শুভ ও সুন্দরের প্রতীক। চীনা বিশ্বাস হলো- ড্রাগন সবার জন্য কল্যাণ বয়ে আনে; ড্রাগন স্বর্গ ও মর্তের মধ্যে তথা মানবজাতির সাথে প্রকৃতির সহাবস্থানের চেতনার প্রতীক। এই চেতনাকে আরও উজ্জীবীত করতে শুক্রবার দিন শেষে অনুষ্ঠিত হয় বহুল প্রতিক্ষীত বসন্ত উৎসব গালা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি প্রোগ্রাম এটি। তার আগে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এদিন বিশ্ববাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।

শুক্রবার ছিল চীনের চান্দ্রপঞ্জিকায় বসন্ত উৎসবের ‘ছুশি’। এদিন রাতে বেইজিং সময় রাত ৮টায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বসন্ত উৎসব গালা দেখে বিশ্ববাসী। টানা ৪০ বছরেরও বেশি সময় ধরে দেশে ও প্রবাসে চীনাদের জন্য একটি প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান এই বসন্ত উৎসব গালা। বিশেষ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে এই উৎসব জাতিসংঘে ছুটি হিসেবে গৃহীত হওয়ায় এ বছর উৎসবের গালা আন্তর্জাতিক অঙ্গনেও হয়েছে তাৎপর্যময়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত বিশ্বের সবচেয়ে বেশি দেখা টিভি প্রোগ্রাম হিসাবে, বসন্ত উত্সব গালা বিশ্বজুড়ে চীনা জনগণের আনন্দ বিনিময় করা এবং নববর্ষ উদযাপনের জন্য একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এটি বিশ্বকে চীনা সংস্কৃতি ও নববর্ষ উত্সব বুঝতে দেওয়ার একটি জানালাও বটে।

১৯৮৩ সাল থেকে চীনের জাতীয় টেলিভিশনের উদ্যোগে চালু হয় বসন্ত উৎসব গালা। পরিবারের সদস্যদের সঙ্গে ‘চিয়াওজি’ তৈরি করা ও একসঙ্গে রাতের খাবার উপভোগ করার পাশাপাশি এই গালা উপভোগ করাটাও পরিণত হয়েছে রীতিতে।

এবারের বসন্ত উৎসব গালার মঞ্চে অতিথি হিসেবে ছিলেন চীনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেখানে নুডলস পাচক থেকে শুরু করে পুলিশ ও খেলোয়াড়রাও তুলে ধরেন নিজ নিজ গল্প।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn