চীনের বিভিন্ন দূতাবাসে বসন্ত উৎসব অভ্যর্থনার আয়োজন
বতসোয়ানায় নিযুক্ত চীনা দূতাবাসের বসন্ত উৎসব উদযাপনী অনুষ্ঠানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী লেমোগ্যাং কোয়াপে তার দেশে অবস্থানরত চীনাদের চান্দ্র নববর্ষের শুভেচ্ছা জানান। দীর্ঘমেয়াদে বতসোয়ানার অর্থনীতি ও সমাজের উন্নয়নে চীন অবদান রাখছে বলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
চিলিতে নিযুক্ত চীনা দূতাবাস আয়োজিত বসন্ত উৎসব উদযাপনী অভ্যর্থনা অনুষ্ঠানে দেশটির সংসদের চিলি-চীন ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আইভান মোরেইরা বলেন, দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকেই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন অব্যাহত আছে। চিলির ভালো বন্ধু চীন।
অস্ট্রেলিয়ার সিডনিতে চীনের কনস্যুলেট জেনারেল আয়োজিত বসন্ত উৎসব উদযাপনী অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলসের গভর্নরের প্রতিনিধি মিলারসহ স্থানীয় কর্মকর্তা, প্রবাসী চীনা, চীনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা এসেছিলেন। তারা সবাই ক্যালিগ্রাফিসহ চীনা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। মিলার জানান, ইতোমধ্যে চীনের বসন্ত উৎসব অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করে দু’দেশের সম্পর্ক উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায় নিউ সাউথ ওয়েলস।