বাংলা

চীনের বিভিন্ন দূতাবাসে বসন্ত উৎসব অভ্যর্থনার আয়োজন

CMGPublished: 2024-02-08 17:53:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ৮: চীনা চান্দ্র নববর্ষের প্রাক্কালে বসন্ত উৎসব অভ্যর্থনার আয়োজন করেছে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত চীনা দূতাবাসগুলো। এতে অংশ নিয়েছেন স্থানীয় রাজনীতিক, বিভিন্ন মহলে চীনের বন্ধু খ্যাত ব্যক্তিবর্গ, প্রবাসী চীনা, চীনা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও শিক্ষার্থীরা। এ পুনর্মিলনীতে দ্বীপক্ষীয় সম্পর্কোন্নয়নে এক নতুন অধ্যায় রচনার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

সাইপ্রাসে নিযুক্ত চীনা দূতাবাসের বসন্ত উৎসব উদযাপনের অভ্যর্থনা অনুষ্ঠানে এক ভিডিওতে শুভকামনা প্রকাশ করেছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডাস।

ভিডিওতে তিনি বলেন, পারস্পরিক আস্থা, সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দু’দেশের বন্ধুত্বের উন্নয়ন হচ্ছে। ইইউর সদস্য দেশ হিসেবে ইইউ-চীন সম্পর্কোন্নয়নকেও সাইপ্রাস সবসময় দৃঢ় সমর্থন জানায়।

কিরিবাতির প্রেসিডেন্ট তানেতি মামাউ সে দেশে নিযুক্ত চীনা দূতাবাসের বসন্ত উৎসব অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের জনগণকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্মান, অভিন্ন সহযোগিতা ও সমৃদ্ধির ভিত্তিতে দু’দেশ গভীর বন্ধুত্বের উন্নয়ন করেছে। এবারের ড্রাগনবর্ষে হাতে হাতে রেখে একযোগে সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যত নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।

মালয়েশিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের বসন্ত উৎসব অভ্যর্থনা আয়োজনে ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ। তিনি জানান, ২০২৪ সাল দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। দু’দেশের জনক্যলাণের স্বার্থে চীনের সঙ্গে বিনিময় ও গঠনমূলক সহযোগিতা জোরদার করতে চায় মালয়েশিয়া।

রাশিয়ায় নিযুক্ত চীনা দূতাবাসের বসন্ত উৎসব উদযাপনী অনুষ্ঠানে রুশ উপশিক্ষামন্ত্রী জেনিস গ্রিবফ বলেন, দু’দেশের শিক্ষাখাতের পারস্পরিক সহযোগিতার সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। দুই দেশের তরুণ-তরুণীরা এই সহযোগিতার সম্পর্ককে আরও উন্নত করতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn