বাংলা

চীনের বরফ ও তুষার পর্যটন সম্পর্কে বিদেশি কূটনীতিকদের আগ্রহ প্রসঙ্গ

CMGPublished: 2024-01-29 13:54:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনে নিযুক্ত স্লোভাকিয়ার রাষ্ট্রদূত বলেন, “সুয়েসিয়াং-এর উন্নয়ন তাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। সুয়েসিয়াং সফলভাবে বরফ ও তুষার সম্পদকে ভোগের পণ্য হিসেবে রূপান্তরিত করেছে। এখানকার পরিবেশ আমাকে আমার জন্মস্থানের কথা মনে করিয়ে দেয়। আমাদের সুয়েসিয়াংয়ের মতো অনেক ছোট জেলা আছে। এগুলোকে কাজে লাগিয়ে শীতকালীন পর্যটন বিকাশ করা সম্ভব।”

চীনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “অনেকেই জানেন না, লেবাননে ভালো বরফ ও তুষার সম্পদ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। আমরা বরফ ও তুষার পর্যটন শিল্পের বিকাশ করতে চাই। এই ব্যাপারে চীনের সাথে আমাদের অনেক সহযোগিতার সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ, এখানে অবকাঠামো খুবই ভালো।”

চীনে নিযুক্ত নিউজিল্যান্ড দূতাবাসের ভারপ্রাপ্ত রাজনৈতিক কাউন্সিলর বলেন, “ এটা খুব স্পষ্ট যে, বরফ ও তুষার পর্যটন চীনে বেশি জনপ্রিয় হচ্ছে। নিউজিল্যান্ডেও স্কি করা যায়। আমাদের তুষার মৌসুম শুরু হয় চীনের গ্রীষ্মকালে। আশা করি, চীনা পর্যটকরাও নিউজিল্যান্ডে স্কি করতে ও আমাদের শীতের অভিজ্ঞতা নিতে আগ্রহী হবেন।”

বরফ ও তুষার পর্যটন ছাড়াও, আইস অ্যান্ড স্নো স্পোর্টসও এই সফরের একটি বিষয় ছিল। ২০২৫ সালে নবম এশিয়ান শীতকালীন গেমস হারবিনে অনুষ্ঠিত হবে। সফরকালে, রাষ্ট্রদূত ও কূটনীতিকরা এশিয়ান শীতকালীন গেমসের প্রস্তুতির অগ্রগতির খোঁজ-খবর নিতে বিভিন্ন স্টেডিয়াম পরিদর্শন করেন।

চীনে নিযুক্ত কানাডার জনৈক কূটনীতিক বলেন, “বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস থেকে শীতকালীন এশিয়ান গেমস পর্যন্ত আমরা দেখতে পারি যে, চীনের বরফ ও তুষার ক্রীড়ার শিল্প সাম্প্রতিক বছরগুলোতে খুব দ্রুত উন্নত হয়েছে। শীতকালীন স্পোর্টসের স্থাপনার টেকসই ব্যবহার এবং আইস হকির উন্নয়ন ভবিষ্যতে চীন ও ও কানাডার সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হতে পারে।”

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn