বাংলা

জাতিসংঘে তারা যা-ই বলুক, বাস্তব সিনচিয়াং দেখেছেন অনেকে: সিএমজি’র সম্পাদকীয়

CMGPublished: 2024-01-25 14:31:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জরিপে দেখা গেছে, ২০১২ সালে চীনের জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ছিল ৮৭.৫৫ শতাংশ ছিল, ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৬২ শতাংশে।

সন্ত্রাসবাদ মানবজাতির এক নম্বর জনশত্রু। চীনও এর শিকার। চীনের সন্ত্রাসবাদ দমনের প্রধান ক্ষেত্র বলা যায় সিনচিয়াংকে। ১৯৯০ সাল থেকে ২০১৬ সালের শেষ নাগাদ পর্যন্ত এ অঞ্চলে সহস্রাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন বিপুলসংখ্যক নিরীহ নাগরিক।

আতঙ্ক, হতাহত ও উন্নয়নে অচলাবস্থা—এসব নেতিবাচক বিষয় থেকে সবাই উপলব্ধি করতে পারে যে, আইনানুসারে সন্ত্রাসদমন করলেই কেবল মৌলিক মানবাধিকার সুনিশ্চিত করা সম্ভব।

১০ হাজারেরও বেশি শব্দের ওই শ্বেতপত্রে চীন স্পষ্টভাবে চিহ্নিত করেছে—সন্ত্রাসবাদ কাকে বলে। সেই সঙ্গে, পর্যায়ক্রমে একটি স্বয়ংসম্পূর্ণ সন্ত্রাসবাদ দমন সংক্রান্ত আইনগত ব্যবস্থাও গড়ে তুলেছে চীন। ওতে যে কেবল সন্ত্রাসবাদ দমনের অনুমোদন দেওয়া হয়েছে তা নয়; সেখানে আইনের তত্ত্বাবধানে সুস্পষ্ট বিধিমালার উল্লেখও আছে।

উল্লেখ করতে হয়, সন্ত্রাসদমনে চীন শুধু ‘ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা’ করেনি, বরং সন্দেহভাজনদের আইনগত অধিকারও নিশ্চিত করেছে।

বাস্তব তথ্যপ্রমাণেই বলে যে, চীনের সন্ত্রাসবাদ দমন প্রক্রিয়া আইনগত চেতনাকে ধারণ করেই চলছে এবং এটি সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

এটি যেমন কার্যকরভাবে সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করছে, তেমনি মানবাধিকারও সুনিশ্চিত করছে।

পশ্চিমের কিছু দেশে সন্ত্রাসবাদ দমনে ‘দ্বিমুখী’ নীতি দেখা যায়। তারা তাদের তথাকথিত ‘আইনের শাসন’ ও ‘মানবাধিকার’র নামে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়। এতে শুধু সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ বাধার মুখে পড়ছে না, বরং বৈশ্বিক মানবাধিকারের অবমূল্যায়নও হচ্ছে সুনিশ্চিতভাবে।

২০২৩ সালে বিদেশের অনেক ইন্টারনেট-তারকা চীনের সিনচিয়াং ভ্রমণ করেছেন। সিনচিয়াংয়ের নিরাপত্তা ও সমৃদ্ধি তাদের মনে গভীর ছাপ ফেলেছে। রোমানিয়ার এক পণ্ডিত বলেন, ‘সিনচিয়াংয়ে আমি চীনের অকপটতা ও সৃজনশীলতা অনুভব করেছি।’

সন্ত্রাসবাদ দমনের মাধ্যমে নিরাপত্তা ও স্থিতিশীলতা এগিয়েছে। নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়ন বয়ে এনেছে কল্যাণ। আবার উন্নয়ন ও কল্যাণের হাত ধরেই জোরদার হয়েছে নিরাপত্তা ও স্থিতিশীলতা। সিনচিয়াংয়ের পরিবর্তন নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে এখানেই।

ওয়াং হাইমান/শান্তা/ফয়সল

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn