বাংলা

ডাভোস সম্মেলনে আশাবাদ: চীনের হাত ধরে ঘুরে দাঁড়াবে বিশ্ব-অর্থনীতি

CMGPublished: 2024-01-21 19:35:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫৪তম সম্মেলন ১৫-১৯ জানুয়ারি সুইজারল্যাণ্ডের ডাভোসে অনুষ্ঠিত হয়েছে। ১২০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২ হাজার ৮০০ জনেরও বেশি প্রতিনিধি যোগ দেন ফোরামের বার্ষিকে এই সম্মেলনে। এতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ‘আস্থা পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের মুখে ছিল চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার ও অগ্রগতির প্রশংসা। ডাভোস সম্মেলনে, ঘুরেফিরে একটা কথাই উচ্চারিত হয়েছে, চীনের হাত ধরে ঘুরে দাঁড়াবে বিশ্ববাণিজ্য ও বিশ্ব-অর্থনীতি।

মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, ডাভোস সম্মেলনে যোগ দেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্যে লি ছিয়াং বলেন, এই বার্ষিক সভার প্রতিপাদ্য হল ‘আস্থার পুনরুদ্ধার’, যা জনগণের উদ্বেগের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি আস্থা পুনরুদ্ধার, সহযোগিতা জোরদার, ও বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের জন্য সামষ্টিক অর্থনৈতিক নীতি সমন্বয় প্রক্রিয়া জোরদার করাসহ ৫-দফা পরামর্শ দেন।

২০২৩ সালে চীনের ৫.২ শাংশ প্রবৃদ্ধির কথা উল্লেখ করে লি বলেন, চীনা বাজার বেছে নেওয়ায় কোনো ঝুঁকি নেই, বরং এটি একটি সুযোগ। তিনি চীনে বিনিয়োগ অব্যাহত রাখতে সারা বিশ্বের কোম্পানিগুলোকে আন্তরিকভাবে আহ্বান জানান। চীন একটি বাজার-ভিত্তিক প্রথম শ্রেণীর ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।

সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম-ডব্লিউইএফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক গোজি ওকোনজো-ইওয়েলাসহ আর্থিক খাতের বিশেষজ্ঞ ও বিশ্বনেতারা চীনের প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn