বাংলা

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক

CMGPublished: 2024-01-11 16:42:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গতকাল (বুধবার) বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে মহাগণভবনে চীন সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট সি চিন পিং মুইজ্জুকে স্বাগত জানিয়ে বলেন, “নতুন বছরে আমার সঙ্গে দেখা করা প্রথম বিদেশি নেতা আপনি এবং প্রেসিডেন্ট হিসেবে এটা আপনারও প্রথম বিদেশ সফর। এটি চীন ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব প্রদানের প্রতিফলন।”

সি চিন পিং মুইজ্জুকে চীনা জনগণের পুরাতন বন্ধু বলে আখ্যায়িত করেন এবং মালদ্বীপের সঙ্গে চীনের সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেন। তিনি বলেন, “চীন ও মালদ্বীপ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। ছয়শ’ বছর আগে, চীনের মিং রাজবংশ আমলে নৌ অভিযাত্রী চেং হ্য আপনার দেশ সফর করেছিলেন। দুদেশের মানুষ সামুদ্রিক রেশমপথের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।”

প্রেসিডেন্ট সি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫২ বছর ধরে চীন ও মালদ্বীপ সবসময় পরস্পরকে সম্মান করে এসেছে, সমর্থন দিয়েছে এবং এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যেখানে বড় ও ছোট দেশ সমানভাবে যোগাযোগ করে এবং পরস্পরকে সহযোগিতা ও সাহায্য করে।

তিনি বলেন, “২০১৪ সালে আমি মালদ্বীপ সফর করি এবং সে সময় দুপক্ষ একমত হয় যে, তারা ভবিষ্যতমুখী সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। গেল ১০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ যৌথ নির্মাণ এবং নানা ক্ষেত্রের আদান-প্রদান ফলপ্রসূ হয়েছে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-মালদ্বীপ সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশিদারিত্বের সম্পর্কে উন্নীত করা দুদেশের উন্নয়নের প্রয়োজন এবং তাদের মানুষের প্রতাশ্যার সঙ্গে সঙ্গতিপূর্ণ। মালদ্বীপের সঙ্গে নানা ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা প্রসারিত করতে চীন-মালদ্বীপ অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তুলতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn