বাংলা

চীনে ‘কার্যকরভাবে ব্যাপক গ্রামীণ পুনরুজ্জীবন এগিয়ে নেয়া হবে’

CMGPublished: 2024-01-03 17:30:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৪ সালের নববর্ষের বার্তায় উল্লেখ করেছেন, ‘২০২৩ সালে, আমরা উত্থান-পতন অনুভব করেছি, সুন্দর দৃশ্য দেখেছি এবং প্রচুর ফসল অর্জন করেছি। আমরা টানা ২০ বছর ধরে শষ্যের ভালো ফলন পেয়েছি। সবুজ পাহাড় ও নীল পানি আরো সুন্দর হয়েছে, গ্রামীণ পুনরুজ্জীবন নতুন চেহারা দেখিয়েছে’।

সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্ম সম্মেলন ২০২৪ সালে অর্থনৈতিক কার্যক্রমের জন্য কাঠামো তৈরি করেছে। সম্মেলনে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বড় আকারে দারিদ্র্যের লাইনের নিচে ফিরে না যাওয়া, গ্রামীণ শিল্প উন্নয়ন, নির্মাণ এবং ব্যবস্থাপনার মান উন্নীত করা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কারের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্য নির্ধারিত হয়েছে।

কীভাবে শস্যের মতো গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করা যায় এবং গ্রামীণ এলাকার সামগ্রিক পুনরুজ্জীবনকে কার্যকরভাবে প্রচার করা যায়?

কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের রোপণ শিল্প ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক লিউ লি হুয়া তিন দিকের ব্যবস্থা উল্লেখ করেছেন।

প্রথমত, ‘বড় এলাকায় ফলনে উন্নতি করা। ‘প্রধান জাত, প্রধান প্রযুক্তি এবং প্রধান মডেল’কে কেন্দ্র করে প্রযুক্তিগত প্রশিক্ষণ, নির্দেশিকা পরিষেবা এবং অন্যান্য কার্যক্রম সংগঠিত করা হবে। একক ফলন বাড়ানোর জন্য সহায়তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্বিতীয়ত, সয়াবিন তেল উৎপাদনে মনোযোগ দেওয়া। ২০২৪ সালে, উৎপাদন ও বিপণনের মধ্যে মসৃণ সংযোগ স্থাপন, সয়াবিন তেল বীজ সম্প্রসারণের ফলাফল একীভূত করা, সয়াবিনের চাষের এলাকা ১০ মিলিয়ন হেক্টর এবং তৈলবীজ চাষের এলাকা ২০ মিলিয়ন হেক্টর নিশ্চিত করা হবে এবং দেশীয় সয়াবিন তেল উৎপাদন ক্ষমতা এবং স্বয়ংসম্পূর্ণতার হার উন্নত করা হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn