প্রেসিডেন্টের সি’র কূটনৈতিক সাফল্যের বছর ২০২৩
২০২৩ সাল চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের জন্য কূটনৈতিকভাবে একটি ব্যস্ত এবং সফল বছর ছিল। চারটি বিদেশ সফর, বিদেশী বিশিষ্ট ব্যক্তিদের সাথে কয়েক ডজন বৈঠক, প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করা এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দেয়াসহ আরও বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট অংশ নেন প্রেসিডেন্ট সি।
প্রধান দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধিকে ২০২৩ সালে প্রেসিডেন্ট সি গুরুত্ব দেন। চীনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর ২০ মার্চ সি প্রথম বিদেশ সফরে রাশিয়ায় যান। তিনি এই সফরকে বন্ধুত্ব, সহযোগিতা ও শান্তির যাত্রা হিসেবে বর্ণনা করেন।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় বহুপ্রতিক্ষিত বৈঠক করেন। দুই রাষ্ট্রনেতা চীন-মার্কিন সম্পর্কের দিকনির্দেশনার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত এবং বিশ্ব শান্তি ও উন্নয়নকে প্রভাবিত করে এমন প্রধান বিষয়গুলোতে গভীর মতবিনিময় করেন।।
দুই প্রেসিডেন্ট চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতা এগিয়ে নিতে ও জোরদার করতে সম্মত হন। দুই রাষ্ট্রনেতার বৈঠকের এ সব ক্ষেত্রে কিছু অগ্রগতিও দৃশ্যমান হয়েছে।
এ ছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যঁখো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনসহ ইউরোপীয় নেতাদের সাথে প্রেসিডেন্ট সি’র ঘন ঘন সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।
উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্ককে প্রেসিডেন্ট সি যথাযথ গুরুত্ব দিয়েছেন। ২০২৩ সালে প্রেসিডেন্ট সি’র সঙগে সাক্ষাৎ হওয়া বেশিরভাগ বিদেশী বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন উন্নয়নশীল দেশ থেকে। এতে চীনের কূটনৈতিক নীতি প্রতিফলিত করে যে, ছোট বা বড়, সব দেশ চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ।