‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো হলো ইউনিস্কোর সদরদপ্তরে
ইউনেস্কর উপমহাপরিচালক ছু সিং বলেন, “আজ সন্ধ্যায় আমরা ৮ লাখ বছরের এক যাত্রা উপভোগ করছি। ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্র বিশ্ববাসীদের কাছে প্রমাণ করে যে, আমাদের মানবজাতির উত্পত্তি বিচ্ছিন্ন নয়, বরং একে অপরের সঙ্গে যুক্ত ও নির্ভরশীল। ইউনেস্কো যে ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শোর আয়োজন করেছে, সেটা চৌখৌথিয়ান ধ্বংসাবশেষসহ নানা বিশ্ব ঐতিহ্য প্রচারের প্রচেষ্টা।”
প্রামাণ্যচিত্রের পরিচালক জ্যাক মালাটেরে সিএমজিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, “চায়না মিডিয়া গ্রুপের সঙ্গে এবারের সহযোগিতা খুব আনন্দময় ও সফল হয়েছে। এটি দু’দেশের সংশ্লিষ্ট দলগুলোর আন্তরিক সহযোগিতার সুফল। ২০২৪ সাল হবে ফ্রান্স-চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এটি দু’দেশের সাংস্কৃতিক আদান-প্রদান ও দ্বিপাক্ষিক মৈত্রী জোরদারের ভালো সুযোগ সৃষ্টি করবে। আমাদের উচিত এ সুযোগ কাজে লাগিয়ে চলচ্চিত্র ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা, আদান-প্রদান ও ভাগাভাগি জোরদার করা।”
চীন ও ফ্রান্সের সর্বশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পদ্ধতিতে এশিয়ার হোমো ইরেক্টাস ‘পিকিং ম্যান’র প্রাগৈতিহাসিক গল্প প্রদর্শিত হয়েছে ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রে। এটিই প্রথম ডকুমেন্টারি ফিল্ম যাতে পূর্ব এশিয়ার প্রাচীন মানুষের বিবর্তনের ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। এ চলচ্চিত্রটি আগামী ২০২৪ সালে চায়না মিডিয়া গ্রুপের চ্যানেল এবং ফরাসি ন্যাশনাল টেলিভিশন – এই দুই চ্যানেলে প্রচারিত হবে।