‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো হলো ইউনিস্কোর সদরদপ্তরে
ডিসেম্বর ২১: চায়না মিডিয়া গ্রুপ, ফ্রান্সের জাতীয় টেলিভিশন গ্রুপ এবং ফ্রান্স ১০.৭ প্রোডাকশন কোম্পানি’র যৌথ উদ্যোগে নির্মিত ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো গতকাল (বুধবার) সন্ধ্যায় ইউনিস্কোর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
চীনের কেন্দ্রীয় উপপ্রচারমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং ভিডিওর মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইউনেস্কোর উপমহাপরিচালক ছু সিং এবং এ প্রামাণ্যচিত্রের ফরাসি প্রযোজনা সংস্থা এলভিএমএইচ গ্রুপের বোর্ড-সদস্য অ্যান্টোইন আর্নল্ট, পরিচালক জ্যাক মালাটেরেসহ বেশ কজন অতিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দু’দেশের সংস্কৃতি ও প্রযুক্তি মহলের ৭০০জনেরও বেশি অতিথি এতে অংশ নেন।
শেন হাই সিয়োং তার বক্তব্যে বলেন, ‘পিকিং ম্যান: মানবতার শেষ রহস্য’ প্রামাণ্যচিত্রে মানবজাতির ২০ লাখ বছরের বিবর্তনের ইতিহাস প্রদর্শিত হয়েছে। এতে পূর্ব এ ভূমিতে একটির পর একটি বিস্ময়কর গল্প বর্ণনা করা হয়েছে। এ প্রামাণ্যচিত্রে যে থিম প্রদর্শিত হয়েছে, তাতে দেখা যায়, মানবজাতি অতীত থেকে এ পর্যন্ত অভিন্ন কল্যাণের কমিউনিটি, সত্যতার প্রতিটি অগ্রগতি মানুষের মধ্যকার তথ্য ও জ্ঞানের প্রেরণা, আদান-প্রদান ও একে অপর থেকে অভিজ্ঞতা নেয়।”
তিনি বলেন, “চায়না মিডিয়া গ্রুপ বরাবরই চীন ও বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক শিল্পকর্ম প্রচার করে আসছে। আমরা বিশ্বাস করি, বিশ্বের বৈচিত্র্যময় সাংস্কৃতিক উন্নয়ন রক্ষা ও বেগবান করা হলো মানবজাতির সভ্যতার বৈচিত্র্য ও প্রাণশক্তি বজায় রাখার চাবিকাঠি। ২০২৪ সাল হবে চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর বার্ষিকী। প্যারিস অলিম্পিক গেমসও দেশটিতে অনুষ্ঠিত হবে। চায়না মিডিয়া গ্রুপ ফ্রান্সের সংস্কৃতি, ক্রীড়া ও সাংবাদিকতা মহলের ব্যক্তিদের সঙ্গে যৌথভাবে ‘বেইজিং থেকে প্যারিস: চীন-ফ্রান্স অলিম্পিকের যাত্রা’সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। আমরা সকলের সাথে অব্যাহতভাবে সহযোগিতা চালিয়ে মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটি গঠনের প্রত্যাশা করি।”