বাংলা

১৭টি দেশের সাংবাদিকদের সিনচিয়াং পরিদর্শন প্রসঙ্গে

CMGPublished: 2023-10-04 17:53:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ৪: সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয় ও সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের গণসরকারের তথ্য কার্যালয়ের যৌথ উদ্যাগে, রেশমপথ অর্থনৈতিক অঞ্চল সংশ্লিষ্ট দেশগুলোর গণমাধ্যমের কর্মীরা সিনচিয়াং পরিদর্শন করেন। বেলজিয়াম, কানাডা, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান ও কাজাখস্তানসহ ১৭টি দেশের ২২ জন সাংবাদিক সিনচিয়াংয়ের উরুমুছি, কাশগর প্রিফেকচার ও ইলি কাজাখ স্বায়ত্তশাসিত বান্নার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিদেশী সাংবাদিকরা স্থানীয় নাগরিকদের সঙ্গে আলাপ করেন এবং বিভিন্ন আলোচনা ও মতবিনিময়সভার মাধ্যমে সিনচিয়াংয়ের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

উরুমুছি আন্তর্জাতিক স্থলবন্দর, চীন-ইউরোপ রেলপথ সমাবেশকেন্দ্র, কাশগর প্রাচীন নগর, ও ইলি শহরের লিউসিং সড়ক পরিদর্শন করেন বিদেশী সংবাদিকরা। তাঁরা সিনচিয়াংয়ের অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়ন, সমাজের সম্প্রীতি ও স্থিতিশীলতা, সমৃদ্ধ সংস্কৃতির ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিগত দশ বছরে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ থেকে অর্জিত সাফল্যেরও প্রশংসা করেন।

উরুমুছিতে অবস্থিত সিনচিয়াং আন্তর্জাতিক বাজারে জার্মানির বার্লিনার জেইতুং প্রত্রিকার অর্থনীতি সম্পাদক সাইমন জেইজার ভিড়ের মধ্যে হেঁটে তাঁর মেয়ের জন্য উপহার কেনেন। তিনি বলেন, এখানে সিনচিয়াংয়ের অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়ন অনুভব করা যায়।

মালয়েশিয়ার নিউ স্ট্রেইটস টাইমস’র সিনিয়র সম্পাদক আরমান বিন আহমেদ সিনচিয়াংয়ের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে খুবই আশাবাদী। তিনি বলেন, “আমি মনে করি, সিনচিয়াংয়ের অর্থনীতির উন্নয়নের আরও সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক বছরে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ যত সামনে এগিয়ে যাবে, সিনচিয়াং ততই সমৃদ্ধতর হবে।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn