বাংলা

বিদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-09-22 16:08:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২২: গত ২১ সেপ্টেম্বর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় যে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত, চীনের বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ১৮.৮ শতাংশ। ব্রিফিংয়ে আরও বলা হয়, চীনে বিদেশী অর্থায়নে পরিচালিত এন্টারপ্রাইজগুলোকে চীনের উন্নয়নের সুফল পেতে সাহায্য করার নীতি অব্যাহত রাখা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং ব্রিফিংয়ে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চীনের বৈদেশিক বিনিয়োগ এবং সম্পূর্ণ বিদেশী প্রকল্পের টার্নওভারে টেকসই বৃদ্ধির ধারা বজায় ছিল।

"বিদেশে চীনের অ-আর্থিক প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ৫৮৫.৬১ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮.৮ শতাংশ বেশি। এর মধ্যে, 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোতে চীনের অ-আর্থিক প্রত্যক্ষ বিনিয়োগ ছিল ১৪০.৩৭ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২.৫ শতাংশ বেশি। বিদেশী চুক্তিকৃত প্রকল্পের টার্নওভার ছিল ৬৪৮.৬২ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৬.১ শতাংশ বেশি। এর মধ্যে, 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোতে চীনা উদ্যোগের টার্নওভার জাতীয় চুক্তির প্রকল্পের পরিমাণ ছিল ৫২৯.৫২ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের তুলনায় ৪.৮ শতাংশ বেশি।"

হ্য ইয়াং তুং জানান, চলতি বছরের শুরু থেকে, বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়ভাবে "চীনে নিয়ে আসা” এবং "চীনের বাইরে যাওয়া"—এই দুটি ধারণার সংমিশ্রণের মাধ্যমে বিনিয়োগ প্রচার কার্যক্রমের একটি সিরিজ সংগঠিত ও পরিচালনা করেছে। প্রতিক্রিয়ার বিচার করলে, বিদেশী বিনিয়োগকারীরা এর প্রতি গভীর মনোযোগ দিচ্ছে এবং অংশগ্রহণের জন্য তাদের উত্সাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাদের জন্য এতে কিছু "অনুকূল" ও কিছু "আশাবাদী" উপাদান রয়েছে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn