বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের দুই বছর ও প্রসঙ্গকথা
প্রেসিডেন্ট সি চিন পিং সেদিন তার ভাষণে ঘোষণা করেন যে, চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলো শীঘ্রই বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের জন্য বিশেষত ১০ বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশেষ তহবিল চালু করবে।
এখন পর্যন্ত, ৭০টিরও বেশি দেশ "বৈশ্বক উন্নয়ন উদ্যোগের বন্ধু-গ্রুপে" যোগ দিয়েছে এবং এ উদ্যোগের প্রকল্প-ভান্ডারে ৬০টিরও বেশি উন্নয়নশীল দেশের প্রায় ২০০টি বাস্তব সহযোগিতা প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগটি কেবল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সমর্থন পায়নি, বরং এটি চীন এবং আসিয়ান, মধ্য-এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর মধ্যে সহযোগিতার নথিতেও অন্তর্ভুক্ত হয়েছে। এতে এ উদ্যোগের প্রাণবন্ততা ও শক্তিশালী আকর্ষণ-ক্ষমতা প্রতিফলিত হয়।