বাংলা

বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের দুই বছর ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-09-21 16:04:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২১: ২০২১ সালের ২১ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ প্রস্তাব করেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যাকে শুরু থেকেই স্বাগত জানায়। বিগত দুই বছরে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বড় প্রাণশক্তি ও আকর্ষণ দেখিয়েছে, বৈশ্বিক উন্নয়নের জন্য চীনা উদ্দীপনা যুগিয়েছে।

উন্নয়ন একটি উন্নত জীবনের জন্য মানুষের আকাঙ্ক্ষা বহন করে। উন্নয়ন উন্নয়নশীল দেশগুলোর কাছে শীর্ষ অগ্রাধিকার, এবং মানবসমাজের চিরন্তন লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে, বিশ্ব অস্থিরতা ও পরিবর্তনের নতুন সময়ে প্রবেশ করেছে; বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কমেছে; উত্তর-দক্ষিণ উন্নয়নের ব্যবধান আরও প্রসারিত হয়েছে; এবং বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সংকটময় মুহূর্তে, ২০২১ সালের ২১শে সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো বিশ্বের কাছে একটি বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ প্রস্তাব করেন। তিনি "উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া", "মানুষকে কেন্দ্র করে শাসনকাজ পরিচালনা করা" এবং "সর্বজনীন সুবিধা ও সহনশীলতার চর্চা করা" "উদ্ভাবন-চালিত ধারা মেনে চলা", "মানুষ ও প্রকৃতির সুরেলা সহাবস্থান মেনে চলা" এবং "অ্যাকশন-ওরিয়েন্টেড ধারণা মেনে চলা"-র মাধ্যমে, সকল পক্ষকে যৌথভাবে, বৈশ্বিক উন্নয়নকে ভারসাম্য, সমন্বয় ও সহনশীলতার নতুন পর্যায়ে উন্নীত করার আহ্বান জানান।

২০২২ সালের জানুয়ারিতে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগের বন্ধু-গ্রুপ আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে যাত্রা শুরু করে। ২০২২ সালের জুনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক উন্নয়ন উচ্চ পর্যায়ের সংলাপে সভাপতিত্ব করেন এবং যৌথভাবে একটি সর্বজনীন, ভারসাম্যপূর্ণ, সমন্বিত, সহনশীল, জয়-জয় সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির উন্নয়ন-কাঠামো সৃষ্টির প্রস্তাব করেন। তিনি বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে চীনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেন, ফলে উদ্যোগটি বাস্তব সহযোগিতার এক নতুন পর্যায়ে প্রবেশ করে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn