২০২৩ মিউনিখ মোটর শোতে সবার দৃষ্টি আকর্ষণ করে চীনা প্রদর্শক
চীনা অটোমোবাইল শিল্প সমিতির উপ মহাসচিব লিউ ইয়ান বলেছেন, মিউনিখ মোটর শোকে গাড়ি শিল্পের wind vane হিসেবে আখ্যায়িত করে। এমন শোতে চীনা কোম্পানির প্রদর্শন সবাইকে চিনা গাড়ি শিল্পের উদ্ভাবন সাফলতা ও শক্তি দেখাতে পারে। তিনি বলেছেন,
সবাই জানান, গেল কয়েক দশকে চীনা ও জার্মানি গাড়ি ক্ষেত্রের সহযোগিতা দু দেশের অর্থনীতি উন্নয়নে বড় অবদান রেখেছে। ভক্সওয়াগেন কোম্পানি চীনা বাজারে প্রবেশকরার পর থেকে চীন ও জার্মানি গাড়ি শিল্পে সহযোগিতা দিন দিন গভীর হয়। জার্মানি ব্র্যান্ডের গাড়ির বৃহত্তম বাজার হয় চীন এবং জার্মানি গাড়ি কোম্পানির সঙ্গে সহযোগিতার মাধ্যমে চীনা গাড়ি কোম্পানি নিজের উন্নয়ন বাস্তবায়ন করে। এবার মিউনিখ মোটর শোতে চীনা গাড়ি ও সরবরাহকারী কোম্পানির সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করে তা চীন-জার্মানি গাড়ি সহযোগিতার ভাল একটি প্রতিফলন।
চীনের উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানি সান হুয়া গাড়ি খুচরা যন্ত্রাংশ কোম্পানির ইউরোপিয় বাজার দায়িত্বশীল ব্যক্তি ইউয়ান মিন সাংবাদিককে জানিয়েছেন, চীনা অর্থনীতির উন্মুক্তকরণ ও উচ্চ মানের উন্নয়নের মাধ্যমে সাহস পেয়ে বিশ্বের মঞ্চে উঠেছে চীনা কোম্পানি এবং পরস্পরের কাছ থেকে লেখাপড়া ও উভয়ের কল্যান বাস্তবায়ন করতে চায় চীনা কোম্পানি। তিনি বলেছেন,
আমরা তৃতীয় বারের মতো বিশ্বে সবচেযে প্রাচীন এ মোটর শোতে অংশগ্রহণ কনতে আসি। এর আগে দু বার আমারা অনুভব করলাম যে বেদেশি বিশেষ করে জার্মানি কোম্পানির মধ্যে অনেক পরিপূরকতা আছে চীনের কোম্পনির। এবার আমার আবার এসেছে এবং একদিকে আশা করি প্রদর্শনীর মাধ্যমে আমাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করি অন্য দিকে ইউরোপীয় গাড়ি শিল্পের বিদ্যুতায়নে সাহায্য দিতে চায় চীনের উদ্ভবান সমাধান পরিকল্পনার মাধ্যমে এবং একসাথে স্মার্ট, নিম্ন কার্বন ও টেকসই পরিবহন এগিয়ে যাবে।
জানা গেছে, মিউনিখ মটোর শো প্রতি দু বছর একবার অনুষ্ঠিত হয় এবং ইউরোপ এমন বিশ্বে সবচেয়ে প্রভাবিত ও বৃহত্তম মোটর শোর মধ্যে অন্যতম। ৫-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবার প্রদর্শনী ৪ লাখের বেশি দর্শক আকর্ষণ করবে বলে অনুমান করা যায়।