বাংলা

২০২৩ মিউনিখ মোটর শোতে সবার দৃষ্টি আকর্ষণ করে চীনা প্রদর্শক

CMGPublished: 2023-09-06 15:22:33
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জার্মানি সময় ৪ সেপ্টেম্বর ২০২৩ জার্মানি আন্তর্জাতিক মোটর ও স্মার্ট পরিবহন প্রদর্শনী অর্থাত্ মিউনিখ মোটর শোর তথ্যমাধ্যম দিন শুরু হয। তারপর ৬ দিনব্যাপী প্রদর্শনীতে সাইকেল, মোটর , সরবরাহকারী ও প্রযুক্তিগত উন্নত প্রতিনিধিরা সর্বশেষ গাড়ি প্রযুক্তি, স্মার্ট পরিবহন পরিকল্পনা ও টেকসই পরিবহন উদ্ভাবন নিয়ে প্রদর্শন করবে।

চলতি বছরের মিউনিখ মটোর শোতে বিদেশী প্রদর্শকের সংখ্যা ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এর মধ্যে চীনা প্রদর্শকের সংখ্যা ২০২১ সালের তুলনায় এক গুণ বেশি, হোস্ট দেশ জার্মানি ছাড়া প্রদর্শকের মধ্যে চীনা কোম্পানি সবচেয়ে বেশি।

প্রদর্শনীতে গাড়ি কোম্পানি, খুচরা যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানি ও প্রযুক্তিগত সমাধান কোম্পানিসহ চীনের কোম্পানি সবার দৃষ্টি আকর্ষণ করে। তাদের চোখে চীনের গাড়ি শিল্প বিদ্যুতায়ন, বুদ্ধিমত্তা, কম কার্বনাইজেশন এবং ডিজিটালাইজেশনের দিকে দ্রুত উন্নয়ন হচ্ছে তা বিশ্ব শিল্প চেন ও সরবরাহ চেনে নতুন সুযোগ বনয়ে আনে এবং চালিকাশক্তি যুগায়।

জার্মান অটোমোবাইল শিল্প সমিতির ব্যবস্থাপনা পরিচালক জার্গেন মিন্ডেল চায়না মিডিয়া গ্রুপকে(সিএমজি)দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, অনেক জার্মানি গাড়ি কোম্পানির জন্য চীন তাদের দ্বিতীয় হোম। কারণ চীন তাদের বৃহত্তম বাজার এবং শিল্প রূপান্তর ও আপগ্রেডিংয়ের জন্য তাদের অপরিহার্য অংশিদার। তিনি বলেছেন,

জার্মান গাড়ি শিল্প চীনে গভীর ভিত্তি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে আমি চীনা গাড়ি শিল্পের শক্তিশালি উন্নয়ন ও উদ্ভাবন প্রাণশক্তি অনুভব করি। আমরা খুব খুশি যে শুধু চীনে জার্মানি কোম্পানি অত্যন্ত কর্মঠ নয় ইউরোপে আমরাও চীনা গাড়ি দেখতে পাচ্ছি। চলতি বছরের এপ্রিল মাসের শাংহাই মোটর প্রদর্শনীতে দেখা যায় , উদ্ভাবন ক্ষেত্রে চীনা কোম্পানি এগিয়ে থাকে এবং চীনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে জার্মানি কোম্পানি। ভবিষ্যতে দু দেশ টেকসই পরিবহন, ডিজিটালাইজেশন এবং স্বায়ত্তশাসিত ড্রাইভিংসহ মোবাইল পরিবহন ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn