বাংলা

ব্রিকসের দায়িত্ববোধ থেকে সুন্দর ভবিষ্যত উন্মোচন করতে চায় চীন: সি চিন পিং

CMGPublished: 2023-08-24 15:24:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ২৪: ব্রিক‌স সদস্য দেশগুলোর ১৫তম শীর্ষ সম্মেলন গতকাল (বুধবার) সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা সম্মেলনে সভাপতিত্ব করেন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে এতে যোগ দেন। “ব্রিকস ও আফ্রিকা: অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণ, পরস্পরের প্রবৃদ্ধির গতি বাড়ানো, টেকসই উন্নয়ন বাস্তবায়ন, সহনশীল বহুপক্ষবাদ জোরদার” এই প্রতিপাদ্যে পাঁচ দেশের নেতারা ব্রিক‌স সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন এবং মতৈক্য পৌঁছান।

শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং “ঐক্য ও সহযোগিতার মাধ্যমে উন্নয়ন অর্জন, দায়িত্ববোধ থেকে শান্তির জন্য চেষ্টা করা” শীর্ষক গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি বলেন, “বর্তমানে সারা বিশ্ব নতুন সংঘাত ও সংস্কারের পর্যায়ে প্রবেশ করেছে। ব্রিকস দেশগুলো হলো আন্তর্জাতিক কাঠামো গঠনের গুরুত্বপূর্ণ শক্তি। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আমরা সবসময় উন্মুক্ত, সহনশীল ও সহযোগিতার ব্রিকস চেতনা মেনে, ব্রিকস সহযোগিতাকে সম্প্রসারণ করে চলেছি। আমরা সবসময় নতুন বাজারের দেশ ও উন্নয়নশীল দেশগুলোর অধিকার ও প্রভাব বাড়ানোর জন্য চেষ্টা করি। বিকস দেশগুলো সবসময় স্বাধীন কূটনীতির পক্ষপাতী। তারা কখনই বাইরের চাপের কাছে নতি স্বীকার করে না। ব্রিকস দেশগুলোর মধ্যে ব্যাপক মতৈক্যে আছে এবং তাদের অভিন্ন লক্ষ্য রয়েছে।”

সি চিন পিং জোর দিয়ে বলেন, “আমাদের উচিত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, উচ্চ মানের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা, বৈশ্বিক প্রশাসন ও সংস্কারকে আরও ন্যায়সংগত পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করা এবং বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা আনা।”

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn