বাংলা

জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন: ব্রিকস সহযোগিতা ও চীন-আফ্রিকা সংহতির জোরদারের প্রত্যাশা

CMGPublished: 2023-08-20 19:13:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্রিকস উন্নয়নশীল দেশগুলোর জন্য একটা ভিত্তি। অবকাঠামো, আন্ত-সংযোগ, কর্মসংস্থান পরিবেশ বিষয়ে ব্রিকস নিউ ডেভেলপমন্ট ব্যাংক-এনডিবি’র মাধ্যমে ৩৩ বিলিয়ন ডলারের ১০০টির বেশি টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সদস্য দেশগুলোতে। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্রিকস বিশ্ব অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব রেখেছে। ধারাবাহিক প্রকল্প গ্রহণের মাধম্যে সংস্থাটি মানসম্পন্ন উন্নয়নের একটা নজীর স্থাপন করেছে।

মস্কো স্টেট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের পরিচালক আলেক্সি মাসলভ বলেন, ব্রিকস কতগুলো অসাধারণ উদ্যোগ নিয়েছে। এর প্রথমটি হল স্থানীয় মুদ্রায় বাণিজ্য বন্দোবস্ত। এ কারণে, ব্রিকস এনডিবি প্রতিষ্ঠা করেছে। বর্তমানে এটি প্রধানত অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে। দ্বিতীয়টি হল বাণিজ্য নিরাপত্তা, পণ্যবাহী পরিবহন নিরাপত্তা, এবং কার্গো নিরাপত্তাসহ নিরাপত্তার ক্ষেত্রে পরামর্শের বিষয়ে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আলেক্সি জোর দিয়ে বলেন যে বৈশ্বিক নিরাপত্তার বিষয়ে চীনের উদ্যোগ সব পক্ষের উপর দায়ত্বি ভাগ করে দেয় যা টেকসই উন্নয়ন অর্জনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত।

জোহানেসবার্গ সম্মেলনে প্রেসিডেন্ট সির উপস্থিতি ব্রিকস ও চীন-আফ্রিকা ব্যাপক ও কৌশলগত সহযোগিতার অগ্রগতিতে বেইজিংয়ের আস্থা ও প্রতিশ্রুতি প্রদর্শন করবে এটি প্রত্যাশিত।

মাহমুদ হাশিম

ঢাকা স্টেশন, সিএমজি বাংলা ডেস্ক।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn