বাংলা

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় নতুন যুগে পরিবেশগত সভ্যতার নতুন অধ্যায় সৃষ্টি করেছে চীন

CMGPublished: 2023-08-14 16:49:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পা পাহাড় ও শু নদী থেকে চিয়াং নান ওয়াটার টাউন, লয়েস মালভূমি থেকে দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চল পর্যন্ত, সি চিন পিং সর্বত্র বিচরণ করেছেন। পাহাড়, পানি, বৃক্ষ ও বন দেখার জন্য তিনি তাঁর চলা কখনই বন্ধ করেননি।

চীনের থিয়ান হান জলাভূমি পার্কের পরিষ্কার পানিতে ঢেউ ওঠে এবং বৃক্ষ ও ঘাসের মিতালীতে অসাধারণ এক সৌন্দর্য পরিলক্ষিত হয়। এটা একসময় পতিত অনুর্বর সৈকত ছিল। পুনর্বাসন ও সংস্কারের পর বর্তমানে জায়গাটি জনগণের বিনোদন ও শরীরচর্চার গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। পরিবেশগত সভ্যতা থেকে সাধারণ মানুষ সবচেয়ে বেশি লাভবান হয়; পরিবেশ উন্নত হলে মানুষ সবার আগে তা অনুভব করতে পারে।

২০২০ সালের নভেম্বর মাসে প্রেসিডেন্ট সি চিন পিং সিয়াং সু প্রদেশের নান থোং শহরের পিন চিয়াং অঞ্চল পরিদর্শন করেন। তিনি নদীর তীরে হেঁটে হেঁটে এক তীরে ঢেউয়ে নলখাগড়ার দোলা এবং অন্য তীরে সুবজ পাহাড়ে পাখির গান ও ফুলের বিশুদ্ধ বাতাস উপভোগ করেন। নদীর তীরে পথচারীদের সঙ্গে কথাবার্তার সময় সি চিন পিং বলেন, “এবার এখানে এসে দেখলাম, আগেকার নোংরা, বিশৃঙ্খল ও বাজে পরিবেশ আর নেই; শুভ পরিবর্তনের ফলে এ জায়গা একটি চমত্কার পার্কে পরিণত হয়েছে। সবাই এ শহরে বসবাস করতে পেরে খুব সুখী। সুখী জীবন আপনাদের যৌথ পরিশ্রমের ফল।”

সবুজ পাহাড়কে মানুষ হতাশ না-করলে, সবুজ পাহাড়ও মানুষকে হতাশ করে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পরিবেশ সভ্যতার চেতনার আলোকে, সুন্দর চীনের নিরাপত্তা-লাইন রক্ষা করা হচ্ছে এবং সুন্দর চীন গড়ার নিশ্চয়তা বিধান করা সম্ভব হয়েছে। চীনের বিস্ময়কর মাটিতে সুন্দর চীন গঠনকাজ সার্বিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে। এর ফলে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থানের অনেক সুন্দর চিত্র তৈরি হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn