বাংলা

প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নির্দেশনায় নতুন যুগে পরিবেশগত সভ্যতার নতুন অধ্যায় সৃষ্টি করেছে চীন

CMGPublished: 2023-08-14 16:49:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১৪: আগামীকাল ১৫ আগস্ট চীনের প্রথম পরিবেশগত সভ্যতা দিবস। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটি পরিবেশগত সভ্যতাকে চীনা জাতির টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে গণ্য করে, সুন্দর চীন গঠনকাজে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে।

চলতি বছরের জুলাই মাসে প্রেসিডেন্ট সি জাতীয় পরিবেশ সংরক্ষণ সম্মেলনে চীনের পরিবেশগত সভ্যতা নির্মাণের দৃষ্টিকাড়া সাফল্য সারসংকলন করে বলেন, “দৃঢ় প্রচেষ্টার ফলে চীনের আকাশ আরও নীল, ভূমি আরও সবুজ, পানি আরও পরিষ্কার এবং বিশাল পাহাড় ও নদনদী আরও বর্ণাঢ্য হয়েছে।” আর উচ্চ পর্যায়ে দৃষ্টি প্রসারে নতুন অগ্রযাত্রায় পরিবেশগত সংরক্ষণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন তিনি।

চিয়ান মেন শু তাও দর্শনীয় স্থানে সবুজ ছায়ায় প্রাচীন সাইপ্রাস গাছের হাতছানিতে সিকাডাস গায়। চলতি বছরের ২৫ জুলাই প্রেসিডেন্ট সি সিছুয়ান প্রদেশের কুয়াং ইউয়ান শহরের চিয়ান ক্য জেলার প্রাচীন রাস্তায় সহস্রাধিক বছরের সাইপ্রাস গাছের অবস্থা দেখতে যান। এখানকার উদ্ভিদ সংরক্ষণকাজ সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি।

ছুই ইউয়ান দর্শনীয় স্থানে রয়েছে সবচেয়ে সুরক্ষিত ও কৃত্রিমভাবে চাষ করা প্রাচীন সাইপ্রাস বৃক্ষ। এখানে আছে ২০৯৭৩টি প্রাচীন গাছ। এর মধ্যে একশ বছর বয়সী প্রাচীন সাইপ্রাস গাছের সংখ্যা ২০৩৯১টি।

‘প্রাচীন গাছের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি।’ দু’বছর আগে কুয়াংসি অঞ্চলের মাও চু শান গ্রাম পরির্দশনের সময় এ কথা বলেন সি চিন পিং। তিনি সুষ্ঠু পরিবেশের মূল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘পরিবেশ আসলে মানুষ ও প্রকৃতির সম্প্রীতিময় সহাবস্থান। এমন উন্নয়নশীল ও পরিবেশগত মূল্যবোধ গড়ে তুলতে হবে, যা বর্তমান বিশ্বের ধারার সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার পাশাপাশি, চীনা জাতির কয়েক হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি থেকে জন্ম নেওয়া।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn