বাংলা

৩১তম ফিসু সুষ্ঠুভাবে সমাপ্ত

CMGPublished: 2023-08-09 15:06:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রে ৪

এটি হলো ক্রীড়া চেতনার প্রতিফলন। আমরা প্রতিযোগী হলেও খেলার পর সবাই একে অপরকে খুব সম্মান করে।

এ ছাড়া এবারের ফিসু’তে বৈশিষ্ট্যময় সেবা দেওয়া হয়। চিকিৎসা সেবা ও ক্যাটারিং হল প্রতিযোগিতা পরিষেবা দুটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবারের ফিসু নির্বাহী নিশ্চয়তা বিভাগের বিশেষ উপপ্রধান ইন চিয়ান বলেন, প্রথমে তাঁরা পেশাদার ও দক্ষ হওয়ার উপর জোর দেয়। দ্বীতয়ত, আন্তর্জাতিক মান ও স্থানীয়করণের সমন্বয় করা হয়।

এবারের ফিসুতে বুদ্ধিমান রোবট, কফি বানানোর রোবট ও বুদ্ধিমান স্ন্যাক্স তৈরির মেশিনও প্রতিনিধিদলকে স্বাগত জানায়। পাশাপাশি, ছেংতু’র সব শক্তিশালী হাসপাতাল প্রতিযোগিতায় চিকিৎসা সুরক্ষায় অংশ নেয়।

সবার প্রচেষ্টা সুষ্ঠুভাবে ফিসু আয়োজনের জন্য অবদান রেখেছে। এ ছাড়া এবারের সমৃদ্ধ উত্তরাধিকার নিশ্চিতভাবে স্থানীয় বাসিন্দাদের সেবা দিয়েছে। এবারের গেমসের জন্য নবনির্মিত ও পুনর্গঠিত আধুনিক ভেন্যুগুলোতে গেমসের পরও বিশ্বমানের গেমসের মতো আরও উচ্চ-স্তরের ক্রীড়া ইভেন্ট আয়োজন করবে। শহরের অবকাঠামো ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বসবাসের পরিবেশ অনেক উন্নত হয়েছে। ছেংতু শহর এবারের গেমস আয়োজনের মাধ্যমে নিজেকে বিশ্বের কাছে প্রদর্শন করেছে।

ফিসু’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রেনল্ড এডের দৃষ্টিতে এবারের গেমস মানুষকে চীন ও ছেংতু’র গভীর ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি আজকের অগ্রগতি ও উন্নতি দেখিয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn