বাংলা

৩১তম ফিসু সুষ্ঠুভাবে সমাপ্ত

CMGPublished: 2023-08-09 15:06:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ৯: গতকাল (মঙ্গলবার) ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস (ফিসু) চীনের ছেংতু শহরে শেষ হয়েছে। ১২ দিনে বিশ্বের ৬৫০০জন খেলোয়াড় ছেংতুতে সুন্দর সময় কাটিয়েছেন। এবারের এবারের ফিসু’র শ্লোগানে বলা হয়, ‘ছেংতু স্বপ্নকে সত্যি করে তুলেছে’। আজকের অনুষ্ঠানে আমি এবারের ফিসু নিয়ে কথা বলবো।

রে ১ সংগীত

পরিসংখ্যানে দেখা যায়, এবারের ফিসু ২২বার বিভিন্ন রেকর্ড ভেঙেছে। ৫০টিরও বেশি প্রতিনিধিদল পদক লাভ করেছে। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সিয়া ইউ ইউ তিনবার ফিসুতে অংশ নিয়েছেন। আগের দুইবার তিনি পদক লাভ করেন নি। এবারে তিনি নারীদের ১০ হাজার মিটার দৌড়ের স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বলেন,

রে ২

আমি যখন ১০ হাজার মিটার স্বর্ণপদক জিতেছিলাম তখন আমি খুব উত্তেজিত ছিলাম। আমি খুবই খুশি যে নিজের মাতৃভূমিতে স্বর্ণপদক লাভ করেছি। এবারের ফিসু আমাদের জন্য একটি মূল্যবান অভিজ্ঞতা। এটি আমার ভবিষ্যত কাজের জন্য সহায়ক। এবারের ফিসু আমার জন্য গুরুত্বপূর্ণ তাত্পর্যময়।

জার্মান খেলোয়াড় মার্জেনথালার জেনস ক্রিশ্চিয়ান পুরুষদের তিন হাজার মিটার স্টিপলচেজের স্বর্ণপদক লাভ করেছেন। তিনি বলেন,

রে ৩

শেষবার প্রতিযোগিতায় অনেক দর্শক আমাদেরকে উত্সাহ দিয়েছিলেন। সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। আমার স্বপ্ন এখানে বাস্তবায়িত হয়েছে। তাঁদের উষ্ণতা আমি অনুভব করেছি।

এবারের ফিসুতে বিভিন্ন দেশের মানুষের মধ্যে মৈত্রী গড়ে উঠেছে। চীনা ব্যাডমিন্টন খেলোয়াড় ওয়াং চেং সিং নিজের উপহারটি উগান্ডার খেলোয়াড়কে দিয়েছেন। যখন জাপানি জিমন্যাস্টিক খেলোয়াড় হাশিমোতো ডাইকি একটি ভুল করেন ও আহত হন, তখন চীনের খেলোয়াড় চাং বো হেং তাঁর যত্ন নেন ও সান্ত্বনা দেন। চীনা দর্শকরা বিভিন্ন দেশের খেলোয়াড়দের উত্সাহ দেন। নারীদের তিন হাজার মিটার দীর্ঘ দৌড়ের পরে সব খেলোয়াড় ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং তারপর একে অপরকে দাঁড়াতে সাহায্য করে। এ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ফেইন-রিয়ান কারা প্যাট্রিসিয়া বলেন,

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn