বাংলা

চীন-ল্যাটিন আমেরিকা সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গ

CMGPublished: 2023-06-07 10:47:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন বিগত ১০ বছর ধরে ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ২০২২ সালে চীন ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্যের মোট পরিমাণ ছিল ৪৮৫৭৯ কোটি মার্কিন ডলার, যা একটি নতুন রেকর্ড। এ থেকে স্পষ্ট যে, যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ বাস্তবায়ন চীন ও ল্যাটিন আমেরিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়াচ্ছে।

তা ছাড়া, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংক্রান্ত কিছু সহযোগিতামূলক প্রকল্প ল্যাটিন আমেরিকার দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। সেগুলোর বাস্তবায়ন সরাসরি স্থানীয় উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখছে।

অধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব ল্যাটিন আমেরিকার দেশগুলোর উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে; দেশগুলোর আত্ম-উন্নয়নের সামর্থ্য বাড়িয়েছে। বর্তমানে নতুন আকারের অবকাঠামো নির্মাণকাজ চীন ও ল্যাটিন আমেরিকার সহযোগিতার এক নতুন হাইলাইটে পরিণত হয়েছে।

সদ্যসমাপ্ত নবম চীন-ল্যাটিন আমেরিকা অবকাঠামো নির্মাণ সহযোগিতামূলক ফোরামে অংশগ্রহণকারীরা বলেন, প্রযুক্তি ও অভিজ্ঞতার ক্ষেত্রে চীনের নিজস্ব সুবিধা রয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতার মাধ্যমে সবুজ অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তিসহ বিভিন্ন খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো যায় ও যাচ্ছে।

চলতি বছর চীনের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাবের দশম বার্ষিকী পালিত হচ্ছে। উচ্চ গুণগত মানের উন্নয়নের মাধ্যমে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে চীন, যা ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য আরও বেশি সুযোগ বয়ে আনছে ও আনবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn