বাংলা

শেনচৌ-১৬ মিশন সম্বন্ধে নভোচারীরা যা বলেছেন

CMGPublished: 2023-05-30 15:16:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ৩০: চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে, চীনের শেনচৌ-১৬ মহাকাশযান আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৩১ মিনিটে সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। জিং হাই ভেং, চু ইয়াং সু এবং কুই হাই ছাও—এই তিনজন নভোচারী এবারের মিশনে দায়িত্ব পালন করছেন। গতকাল (সোমবার) সকালে তাঁরা এক সাংবাদিক সম্মেলনে সবার সামনে হাজির হয়েছিলেন।

এবার মিশন হলো, চীনের মহাকাশ স্টেশনের ব্যবহারিক ও উন্নয়ন পর্যায়ে প্রথম মানব মিশন। মিশনের কমান্ডার জিং হাই ভেং বলেন, শেনচৌ-১৬ মিশনের ক্রুদের মধ্যে পাইলট, প্রথম স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ার এবং প্রথম পেলোড বিশেষজ্ঞ রয়েছেন। তার মানে এবার আরো জটিল, আরো বেশি এবং আরো কঠোরভাবে কাজ করতে হবে মহাকাশে গিয়ে।

জিং হাই ভেং বলেন:

আমরা প্রশিক্ষণের সময় ব্যাপক গবেষণা ও বিনিময়ের মাধ্যম ব্যবহার করি, মহাকাশ বিজ্ঞান পরীক্ষা, নভোচারীর স্পেসওয়াক, মহাকাশ স্টেশন মেরামত করা, দীর্ঘসময় মহাকাশে থাকা, স্বাস্থ্য রক্ষা করা; বিশেষ করে মহাকাশ স্টেশনের আকস্মিক অবস্থা এবং মেরামতসহ বিভিন্ন বিষয় ভালোভাবে প্রস্তুত করেছি। আমরা বিশ্বাস করি, চীনের মহাকাশ বিজ্ঞানের বসন্তকাল এসেছে। এই কর্তব্য পূরণে আমরা দৃঢ় সংকল্প, আস্থা ও সামর্থ্য আছে। আমরা আমাদের দুই হাত দিয়ে সব বিজ্ঞানীর পরিশ্রম, বুদ্ধি ও স্বপ্ন বাস্তবায়ন করবো। আমরা আশা করি, তখন আমাদের সব বিজ্ঞানী চা হাতে, গরম চা পান করতে করতে, আরামদায়ক অনুভূতিতে মহাকাশের পরীক্ষাগুলো করতে পারবেন, মহাকাশ ও ভূখণ্ড একসঙ্গে বিজ্ঞানের আনন্দ উপভোগ করতে পারবে, একসাথে সুফল, আনন্দ ও খুশি শেয়ার করতে পারবে।

স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ার চু ইয়াং চু বলেন, তিনি মহাকাশ স্টেশন কমপ্লেক্স মেইনটেইন এবং মেরামত কাজ করবেন, প্রযুক্তিগত পরীক্ষা করবেন, মহাকাশ স্টেশনের কার্যকারী, স্থিতিশীল, নিরাপদ এবং দীর্ঘস্থায়ী পরিচালনা নিশ্চিত করবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn