বাংলা

বাংলাদেশের গণমাধ্যমে চীনের দুই অধিবেশন ও নতুন নেতৃত্ব নির্বাচনের খবর ফলাও প্রচার

CMGPublished: 2023-03-12 19:42:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৬ মার্চ দেশের বাণিজ্য বিষয়ক অন্যতম সংবাদপত্র বণিক বার্তা এবং ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড চীনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে বড় খবর প্রকাশ করে।

বণিক বার্তার খবরের শিরোনাম ছিল, ‘প্রতিরক্ষা ব্যয় ৭.২ শতাংশ বাড়িয়েছে চীন’। খবরে উল্লেখ করা হয়, চলতি বছর চীন তার প্রতিরক্ষা ব্যয় ১ লাখ ৫৫ হাজার কোটি ইউয়ান বা ২২ হাজার ৪০০ কোটি ডলার ঘোষণা করেছে। অর্থাৎ আগের বছরের চেয়ে ব্যয় বৃদ্ধি করেছে ৭.২ শতাংশ। চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি খ্যছিয়াং তার বক্তব্যে চীনের সশস্ত্রবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি জোরদার করার কথা বলেছেন বলেও সংবাদগুলোতে উল্লেখ করা হয়।

তবে, আন্তর্জাতিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে পত্রিকা দুটির সংবাদে ব্যাখ্যা করা হয়েছে কী কী কারণে চীন তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে।

প্রথমত: ২০২৭ সালে চীনের গণমুক্তি ফৌজের শততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কথা লিখেছে পত্রিকা দুটি। এ ছাড়া, দক্ষিণ চীন সাগরে চীনের নিয়ন্ত্রণে থাকা দ্বীপগুলোর কাছে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান মহড়া, তাইওয়ানে যুক্তর‍াষ্ট্রের সাবেক স্পিকার ন্যান্সি প্যালোসির বিতর্কিত সফর, ন্যাটো ও জাপানের সামরিক ব্যয় বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ- এসব কিছুই চীনকে তার প্রতিরক্ষা ব্যয় বাড়াতে বাধ্য করেছে।

চীনের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিতে পশ্চিমা কোনো কোনো মহল উদ্বেগ প্রকাশ করলেও চীনের এ বরাদ্দ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের মাত্র একচতুর্থাংশ বলেও উল্লেখ করা হয় প্রকাশিত সংবাদে।

এভাবে প্রতিদিনই বাংলাদেশের গণমাধ্যমে চীনের দুই অধিবেশনের সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়।

তবে, ১০ মার্চ সি চিনপিং চীনের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ার খবরটি বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে।

দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক প্রথম আলো ১১ মার্চ এ বিষয়ে তাদের আন্তর্জাতিক পাতায় একাধিক শিরোনাম করে। তিন কলাম সচিত্র প্রতিবেদনটির শিরোনাম ছিল- ‘তৃতীয় মেয়াদে দায়িত্বে সি’। সংবাদটিতে বলা হয়, বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নিজের নিয়ন্ত্রণ পোক্ত করেছেন প্রেসিডেন্ট সি।

সি’র সামনে চার চ্যালেঞ্জ শিরোনামের দ্বিতীয় খবরটিতে চীনের অর্থনীতির পুনরুজ্জীবন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং তাইওয়ান পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলা হয়। তাইওয়ান ইস্যুতে সি ‘সাহসী’ সিদ্ধান্ত নিতে পারেন বলেও সংবাদে উল্লেখ করা হয়।

১১ মার্চ চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি ছিয়াংয়ের নিয়োগও বাংলাদেশের গণমাধ্যমে ভালোভাবে এসেছে। এ সব খবরে বলা হয়, সাংহাইয়ের সাবেক এই পার্টি প্রধান অবশ্যই যোগ্য, তবে প্রেসিডেন্ট সি’র প্রতি গভীর আনুগত্য তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদটিতে আসীন করেছে।

মাহমুদ হাশিম

ঢাকা স্টেশন, চীন আন্তর্জাতিক বেতার।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn