বাংলা

সিপিসি’র শিক্ষাসভায় নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপ ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-02-02 14:51:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি বলেন, এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে ভোক্তাদের আয় বাড়ে ও তাঁরা ভোগে আগ্রহী হয়। ভোগের জন্য ভালো পরিবেশ গড়ে তুলতে হবে। আর এ জন্য পুঁজিব্যবস্থা শক্তিশালী করতে হবে, কার্যকর পুঁজি ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে, নতুন আকারের অবকাঠামো নির্মাণকাজকে এগিয়ে নিতে হবে, উচ্চ প্রযুক্তির শিল্প ও কৌশলগত নবোদিত শিল্পে পুঁজি বিনিয়োগ বাড়াতে হবে, এবং বেসরকারি পুঁজি খাতে জীবনীশক্তি উদ্দীপিত করতে হবে।

প্রেসিডেন্ট সি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। দেশের কৌশলগত বৈজ্ঞানিক শক্তি বাড়াতে হবে, নব্যতাপ্রবর্তনের জন্য সম্পদ সুবিন্যস্ত করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ক্ষেত্রে বৈশ্বিক নেতা হিসেবে চীনের অবস্থান নিশ্চিত করা যায়। তা ছাড়া, যত তাড়াতাড়ি সম্ভব বৈশ্বিক প্রধান বৈজ্ঞানিক কেন্দ্র এবং নব্যতাপ্রবর্তনের শীর্ষস্থান হওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে এবং প্রতিভার মাধ্যমে দেশকে চাঙ্গা করতে হবে।

প্রসিডেন্ট সি জোর দিয়ে বলেন, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলার প্রক্রিয়ায় আধুনিকায়ন শিল্পব্যবস্থার ভিত্তি জোরদার করতে হবে। নতুন ধরনের শিল্পায়নকে এগিয়ে নিতে হবে এবং দেশকে সাইবার ক্ষেত্রে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে।

প্রেসিডেন্ট সি বলেন, সার্বিকভাবে শহর ও গ্রামের উন্নয়নকাজ এবং আঞ্চলিক সমন্বিত উন্নয়নকাজকে এগিয়ে নিতে হবে। ভোক্তাবাজারে গ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে, সার্বিকভাবে গ্রামীণ পুনরুজ্জীবন জোরদার করতে হবে, শহরের উন্নয়নে কাউন্টিগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে, সংস্কার ও উন্মুক্তকরণ আরও গভীরতর করতে হবে এবঙ অর্থনীতিতে দেশি-বিদেশি চালিকাশক্তি জোরদার করতে হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn