বাংলা

সিপিসি’র শিক্ষাসভায় নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলার ওপর সি চিন পিংয়ের গুরুত্বারোপ ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-02-02 14:51:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ২: নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলা নিয়ে গত ৩১ জানুয়ারি বিকেলে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর দ্বিতীয় শিক্ষাসভা বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।

ভাষণে তিনি জোর দিয়ে বলেন, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলা হচ্ছে দ্বিতীয় শতবর্ষের লক্ষ্য বাস্তবায়ন এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের নির্ধারিত এক কৌশল। কেবল নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত সম্পূর্ণ করা গেলেই, চীনের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি জোরদার হবে, উন্নয়নের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা পাবে, বিভিন্ন রকমের অনুমানযোগ্য এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে চীনের অর্থনীতি সক্ষম হবে।

এবারের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর শিক্ষাসভায় সকল সদস্য নিজেদের কাজের অভিজ্ঞতাও শেয়ার করেন। ইন লি, লিউ কুওচুং, হ্য লি ফেং, চাং কুওছিং, ছেন চিনিং ও হুয়াং খুনমিং নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে বলেন।

প্রেসিডেন্ট সি চিন পিং শিক্ষাসভায় বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, নতুন উন্নয়ন অবকাঠামো দ্রুত গড়ে তোলার কাজে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। এক্ষেত্রে আদর্শগত সংহতি দৃঢ়তর হয়েছে, কর্মকাণ্ডের ভিত্তি আরও জোরদার হয়েছে, এবং নীতিগত ব্যবস্থাদি সুসম্পূর্ণ হয়েছে। তবে, সার্বিকভাবে নতুন উন্নয়ন অবকাঠামো গড়ে তোলায় যাত্রায় আরও বহুদুর যেতে হবে। এই প্রক্রিয়ায় প্রধান দ্বন্দ্ব ও সমস্যা সমাধান করতে হবে, সার্বিকভাবে সংস্কারকে এগিয়ে নিতে হবে, এবং নব্যতাপ্রবর্তন জোরদার করতে হবে।

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, অভ্যন্তরীণ চাহিদা সমন্বয় করে সম্প্রসারণ করতে হবে, সরবরাহব্যবস্থার কাঠামোগত সংস্কার গভীরতর করতে হবে, সরবরাহব্যবস্থার ওপর চাহিদার নির্ভরতা বাড়াতে হবে, সরবরাহব্যবস্থার মাধ্যমে আরও উচ্চ পর্যায়ের চাহিদা সৃষ্টি করতে হবে। পাশাপাশি, অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণসংক্রান্ত কৌশল কাজে লাগাতে হবে এবং চাহিদা ব্যবস্থাপনা আরও সুসংহত করতে হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn