বাংলা

বসন্ত উৎসবে ভোগ নতুন বছরে চীনের অর্থনৈতিক প্রাণশক্তির প্রতিফলন

CMGPublished: 2023-01-29 19:34:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২২ থেকে ২৮ জানুয়ারি ছিল চীনের বসন্ত উৎসব ও চান্দ্র নববর্ষের ছুটি। গোল্ডেন হলিডেতে সামগ্রিকভাবে চীনে ভোগব্যয় বেড়েছে এবং তা দেশের অর্থনীতিতে সার্বিকভাবে প্রাণশক্তি যুগিয়েছে। এর ফলে চীনে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় শক্তি সঞ্চারিত হবে এবং তা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনেও বড় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস তাই বলছে।

গোল্ডেন হলিডেতে চীনের অর্থনৈতিক গতিপ্রকৃতির কিছু সূচক সম্পর্কে আমরা চকিত দৃষ্টিপাত করতে পারি। ২৮ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহব্যাপী ছুটির সময়, চীনের ভোগ-সম্পর্কিত খাতগুলোর বিক্রয় রাজস্ব গত বছরের বসন্ত উৎসবের ছুটির তুলনায় ১২.২ শতাংশ বেড়েছে।

এ বছরের বসন্ত উৎসবের ছুটির জন্য পর্যটন রিজার্ভেশন গত বছরের একই সময়ের থেকে ৪ গুণ বেড়েছে, গত তিন বছরে অভ্যন্তরীণ এবং বহির্মুখী উভয় ভ্রমণের সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে।

এবারের ছুটির প্রথম ছয় দিনে চীনের রেস্তোরাঁগুলোতে একাধিক ব্যক্তির ডাইনিং প্যাকেজের অর্ডার ২০২২ সালের একই সময়ের থেকে ৫৩ শতাংশ বেড়েছে।

উপরে উল্লেখিত তথ্যউপাত্তে চলতি বছরের বসন্ত উৎসবের ছুটিতে চীনে ভোগপ্রবণতা বৃদ্ধির আভাস স্পষ্ট।

তিন বছর ধরে চলা মহামারিকে পিছনে ফেলে চীন এবার যথাযথ কোভিড প্রতিরোধ ব্যবস্থা নিয়ে প্রক্রিয়াটিকে কিছু শিথিল করে। এর ফলে অনেক মানুষ পারিবারিক পুনর্মিলনের জন্য তাদের নিজ শহরে ফিরতে পারেন। ছুটির দিনে, লোকেরা সিনেমা, রেস্তোরাঁ এবং বিভিন্ন ধরণের পর্যটন আকর্ষণগুলোতেও ভিড় করেন।

বসন্ত উৎসবের ছুটিতে চীনের সিনেমা হলগুলোতে ১২৯ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের থেকে ১১.৮৯ শতাংশ বেশি। আর এ খাতে চীনের বক্স অফিস আয় করেছে ৬.৭৬ বিলিয়ন ইউয়ান বা ৯৯৮.৪৯ মিলিয়ন ডলারের বেশি। এটি এই বসন্তে চীনের সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের শক্তিশালী পুনরুদ্ধারের একটি জোরালো সংকেত।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn