বাংলা

সিইএলএসি’র সপ্তম শীর্ষসম্মেলনে সি চিন পিংয়ের ভাষণের উচ্চ মূল্যায়ন

CMGPublished: 2023-01-27 16:15:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি আরো বলেন, চীন হলো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্রচারক। চীন সত্য বহুপক্ষবাদ বজায় রাখে। চীন পারস্পরিক কল্যাণ ও অভিন্ন সমৃদ্ধি উন্নত করে। সিইএলএসি’র সদস্য দেশগুলো সমান ভিত্তিতে চীনের সঙ্গে সহযোগিতা চালায়।

সি চিন পিং তাঁর ভাষণে বলেন, চীন বরাবরই ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানের আঞ্চলিক একীকরণের প্রক্রিয়ায় সমর্থন করেছে। চীন সিইএলএসি’র সঙ্গে সম্পর্কের ওপর অনেক গুরুত্ব দেয়। চীন-সিইএলএসি ফোরাম গড়ে তোলার চেষ্টা করবে বেইজিং।

মেক্সিকোর একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কেন্দ্রের গবেষক ইগনাসিও মার্টিনেজ বলেন, চীন অব্যাহতভাবে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান দেশগুলোর সঙ্গে সমান সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে।

ব্রাজিলের অর্থনীতিবিদ রনি রিংস বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর ভাষণে- চীনের মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তোলার সংকল্প পুনরায় ঘোষণা করেছেন; যা আঞ্চলিক দেশগুলোর উচ্চ প্রশংসা পেয়েছে। তিনি বলেন, বহুপক্ষবাদ সুরক্ষা ও উন্নয়ন হলো বিশ্বব্যাপী দারিদ্র্যবিমোচন ও সামাজিক বৈষম্য দূর করার কার্যকর পদ্ধতি। আসলে শুধু ঐক্য ও সহযোগিতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নের সাফল্য অর্জিত হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn